আমার স্বভাব দোষে এই বয়সে।
মদ খেয়ে মাতাল হয়েছি
আমি কি আর আমার আছি।।
মায়া-পত্নীর প্রেমের সুরা
পুরা বোতল পান করেছি,
কেবল এ কথাই কই, কই সুরা কই
লই খেয়ে লই মরিবাঁচি।।
মুখটা যখন হয় মা বেতাল
ঘরের স্ত্রী কয় ছিঃ ছিঃ ছিঃ ছিঃ,
তখন ভাবি মনে সৎ জ্ঞানে
পত্নী পেত্নির কাছাকাছি।।
আমারে শিয়ালে খাক মা
কিবা মুখে পড়ুক মাছি,
মাতাল রাজ্জাক এবার জাগবে না আর
জন্মের মতো ঘুম এসেছি।।