ভবঘুরেকথা

(তাল – একতালা)
হরি গুণ ঘুনে দেহ জ্বারে নিল।
আমি না জানি মর গুণমণি’রে
কোন গুনে তনু জারিল আমার মন মজাল।।
গুণাতীত গুনের সীমা নাই, তারে কোন গুনেতে পাই,
সত্ত্ব, রজ তম ত্রিগুণ, ও যার গুনে পায় না ঠাঁই।
যেন কি গুণ দিয়ে জারল হিয়ে, যেমন কাঁচা বাঁশে ঘুন লাগাল।।
(হারে এই করিল)
হরি গুণ বৈশ্যস্মপায়ন জ্বর, ও যার নাহি অবসর,
ধিক ধিক করে জীবন জ্বলে, হারে প্রাণ বাঁচা ভার।
ও তার প্রেমানলে, মলেম জ্বলে রে অবশেষে এই করিল।।
(হারে কোথায় গেল)
ফনীর বিষ কিসেতে গনি, হলাহল বিষের গুণ জানি,
কাল কূট বিষে কি করিবে, ও গো সজনী।
আমার হরি বিষে, জীবন নাশে রে, মরমেতে ছোঁ মারিল।।
(জীবন জ্বলে গেল)
হরি গুণ কে বলে ভাল, ঘুনে তনু জারিল;
ঘরের বাহির করে আমায় পাগল করিল।
যেন হাই হুতাস বাতুলের মত, আমার কাঁদতে জনম গেল।।
(ভাগ্যে এই কি ছিল)
স্বামী মহানন্দ কয়, সে গুণ লেগেছে যার গায়;
প্রাণ লয়ে তার টানাটানি, হারে গৃহে থাকা দায়।
গোঁসাই তারক বলে এই কপালে, অশ্বিনী তোর কই ঘটিল।।
(হারে কই তা হল)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!