জয় গুরু,
আগামী ৩/৪/৫ মে ২০১৯ ইং ফকির হুমায়ুন সাধু গুরু জন্মবার্ষিকী ও চল্লিশা উপলক্ষে সাধুসঙ্গের আয়োজন করা হয়েছে, সকল ভক্তদের নিমন্ত্রণ রইল, আপনাদের সকলের অংশগ্রহণ কামনা করছি।
বিনয়াবনত
ফকির হুমায়ূন সাধুর ভক্তবৃন্দ ও আশেকানগণ
খানাবাড়ি, রায়পুরা, নরসিংদী
স্থান:
হুমায়ুন সাধুর আখড়াবাড়ি
খানাবাড়ি, রায়পুরা, নরসিংদী
বাংলাদেশ
ব্যাবস্থাপনায়:
লালন চর্চা ও গবেষণা কেন্দ্র পরিবার।
শিক্ষাচত্বর, ব্রামন্ধী, নরসিংদী
: যাতায়াত :
বাস সার্ভিস (ঢাকা থেকে) :
ঢাকার গুলিস্তান, সায়দাবাদ থেকে বাস দিয়ে সরাসরি নরসিংদী। নরসিংদী বাসস্ট্যান্ডে নেমে অটো বা সিএনজিতে করে খানাবাড়ি। ৯ কিলোমিটার রাস্তায়। যে কাউলে হুমায়ুন সাধুর আখড়ার কথা বললেই দেখিয়ে দিবে সিএনজি বা অটোর স্ট্যান্ড।
ট্রেন সার্ভিস (ঢাকা থেকে):
দুপুরের ট্রেন ১ টায় ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছাড়ে চট্টলা এক্সপ্রেস। নরসিংদী নেমে আরশিনগর থেকে সিএনজিতে খানাবাড়ি যেতে হবে। বিকালের ট্রেন ৫টায় তিতাস সরাসরি খানাবাড়ি যায়। খানাবাড়ি নেমে হেঁটে বা অটোতে করে হুমায়ুন সাধুর আখড়ায়।