মুর্শিদে বরহক পীরে তরিকত, হযরাতুল আল্লামা আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম ছাহেব কেবলা (রহ) এর খানকায়ে নূরীয়া প্রাঙ্গনে ৭৯তম ইছালে ছাওয়াবের মাহফিল’১৯
উক্ত মাহফিরে দেশ বরেণ্য ওলামায়ে কেরাম ও পীর মাশায়েখগণ উপস্থিত থাকবেন। অতএব উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে আউলিয়া কেরামের ফায়েজ ও দয়াল নবীজির মহব্বত হাসিল করুন।
তারিখ:
রোজ মঙ্গলবার
১০ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ
২৪ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ
স্থান:
নরসিংসার দরবার শরীফ
ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
অনুষ্ঠানসুচি:
বাদ যোহর : তেলাওয়াত কোরআন, হামদ্ ও নাত শরীফ।
বাদ আছর : মুখতাছার বয়ান।
বাদ মাগরিব : তা’লিমে যিকির।
বাদ এশা : ওলামায়েকেরামদের গুরুত্বপূর্ণ বয়ান।
রাত শেষে : মিলাদে কেয়াম শরীফ, মোনাজাত ও তবারক বিতরণ।
সভাপতিত্ব করিবেন:
পীরে তরিক্বত আলহাজ্ব মাওলানা ইলিয়াছ ফারুকী সাহেব।
সার্বিক তত্ত্বাবধানে :
পীরজাদা আলহাজ্ব হযরত মাওলানা মাজহারুল ইসলাম আল্ কাদেরী
নিবেদক:
নরসিংসার দরবার শরীফের ভক্তবৃন্দ ও এলাকাবাসী।
যাতায়াত:
ব্রাহ্মণবাড়িয়া থেকে তিন কিলোমিটার পশ্চিমে।
: বাস সার্ভিস :
ঢাকার সায়েদাবাদ বা কমলাপুর থেকে সোহাগ, তৃষা, রয়েল গাড়িতে সরাসরি ব্রাহ্মণবাড়িয়া। এছাড়া একই জায়গা থেকে লোকাল গাড়ি করেও ব্রাহ্মণবাড়িয়া যাওয়া যায়। বাস ভাড়া ২০০ টাকা।
এছাড়া সিলেট রোডের শ্যামলী, এনা, ইউনিক বাস দিয়ে সরাইল বিশ্বরোডে নেমে সেখান থেকে সিএনজি বা লোকাল বাসে ব্রাহ্মণবাড়িয়া সদর। এছাড়া লোকাল বাসে গেলে ভাড়া গাড়ি অনুযায়ী ১০০ থেকে ১৫০ টাকা।
ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে সিএনজি দিয়ে নরসিংসার বোর্ড অফিস বাজার নামতে হবে। সিএনজি ভাড়া ২০ টাকা। বাজার থেকে হেটে গেলে পাঁচ মিনিটের পথ সরসিংসার মাজার। অটোতেও যাওয়া যায় ভাড়া ৫ টাকা।
: ট্রেন সার্ভিস :
তিতাস ট্রেন দিয়ে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া সরাসরি যাওয়া যায়। এছাড়া চট্টগ্রাম লাইনের যে কোনো ট্রেন দিয়েই ব্রাহ্মণবাড়িয়া নামা যায়। আর ব্রাহ্মণবাড়িয়ায় নেমে একই পথে প্রথমে সিএনজি তারপর অটোতে করে নরসিংসার মাজার।
তিতাস কমিউটারের সময়সূচি (সাপ্তাহিক ছুটি নাই):
আখাউড়া থেকে ছাড়ে- ০৫:০০ ঢাকা পৌঁছে- ০৮:৩০
ঢাকা থেকে ছাড়ে- ১৭:৪০ আখাউড়া পৌঁছে- ২১:৪০
চট্টগ্রামগামী ট্রেনের সময়সূচি:
উপকুল ৩:৩০ মি ঢাকা থেকে ছাড়ে।
মহানগর সকাল ৯:৩০ টায় ঢাকা থেকে ছাড়ে।