(উমা)
সতী মা কি এলি ফিরে ভোলানাথে ভুলাতে।
শ্মশানবাসী হরের গলায় বরণ-মালা দুলাতে॥
সতীর শোকে ভৈরব-বেশ
প্রলয়-ধ্যানে মগ্ন মহেশ,
তাই
নেমে এলি হিমালয়ে অটল শিবে টলাতে॥
তোর মায়াকে করবে মা জয়
নেই হেন কেউ ত্রিলোকে,
অনন্ত দেবদেবীরে তুই
ভুলাস মায়ায় পলকে
কৈলাসে তুই শিবালয়ে
রইলি এবার নিত্যা হয়ে,
প্রেমের কাছে হার মেনে তুই নেমে এলি ধুলাতে॥