তিন বষঙ সাধনাতে তাদের কাটল।
সুমেরুতে যেতে তারা প্রস্তুত হল।।
সহসা ত্রৈলঙ্গস্বাশী আসেন সেখানে।
তিনিও যেতে চান সুমেরু ভ্রমণে।।
এরূপো তিনজন একত্র হয়ে।
সুমেরুর পথে যান নির্ভর হয়ে।।
ক্রমশ তুষারে দেহ শ্বেতবর্ণ হয়।
মানুষ কি অন্য প্রাণী বুঝা নাহি যায়।।
ক্ষুধা তৃষ্ণা নিদ্রা ক্লান্তি দিয়ে বিসর্জন।
সুমেরুর পথে চলে যোগী তিনজন।।
অবশেষে দীর্ঘপথ করি অতিক্রম।
আসলেন মেরুদেশে করি বহু শ্রম।।
বিচিত্র সে স্থান সেথা নাহি দিবালোক।
চির অস্তমিত সূর্য নাহি সূর্যলোক।।
তুষারে সর্বত্র ঢাকা গাঢ় অন্ধকার।
কিছু দেখা নাহি যায় বিচিত্র ব্যাপার।।
ক্রমে তাঁরা দৃষ্টিশক্তি যেন ফিরে পেল।
ধীরে ধীরে অন্ধকারে দেখতে পেল।।
দর্শনীয় যা ছিল দেখি অবশেষে।
ফিরতে উদ্যত তাঁরা ফিরলেন শেষে।।
তারাপর তিনজন সমতলে আসে।
ত্রৈলঙ্গ বলেন চলো যাব চীনদেশে।।
নদ-নদী পর্বত জঙ্গল অতিক্রমি।
আসলেন চীনদেশে নানা দেশ ভ্রমি।।
শত্রু ভাবি চীনরাজ কারারুদ্ধ করে।
কিছুদিন তাঁদের কাটে কারাগারে।।
অবশেষে কারামুক্ত হয় তিনজন।
আসলেন ফিরে চীন করে ভ্রমণ।।
বলেন ত্রৈলঙ্গস্বামী লোকনাথে ডাকি।
লোকহিতকর কিছু কার্য কর দেখি।।
ব্রহ্মজ্ঞ পুরুষ তুমি ফিরে যাও দেশে।
পর্যটন ত্যাজ থাকে ভক্ত পরিবেশে।।
বেণীমাধবের লয়ে করহ গমন।
আমি যাই পূর্বাচলে করতে ভ্রমণ।।
আরো পড়ুন…
লোকনাথ বাবার মঙ্গলাচরণ পাঁচালী…
লোকনাথ বাবার আবির্ভাব পাঁচালী…
লোকনাথ বাবার বাল্যজীবন পাঁচালী…
লোকনাথ বাবার যোগ-সাধনা পাঁচালী…
লোকনাথ বাবার ব্রহ্মজ্ঞান লাভ পাঁচালী…
লোকনাথ বাবার দেশ ভ্রমণ পাঁচালী…
লোকনাথ বাবার পুনরায় দেশ ভ্রমণ পাঁচালী…
লোকনাথ বাবার সুমেরু যাত্রা পাঁচালী…
লোকনাথ বাবার চন্দ্রনাথ পর্বতে আগমন পাঁচালী…
লোকনাথ বাবার দাউদকান্দি গমন পাঁচালী…
লোকনাথ বাবার বারদীতে আগমন পাঁচালী…
লোকনাথ বাবার আশ্রম স্থাপন পাঁচালী…
লোকনাথ বাবার মহাপ্রয়াণ পাঁচালী…