নিদারুণ কালোসাপ রে তুই ছিলি বা কোন দেশে,
আমার জলে ভাসা বাড়ির পরে বাসা বাঁধলি এসে।।
পূজা করলাম মনসারে মনের আশা নিয়ে
যথা শক্তি ভক্তি করি দুগ্ধকলা দিয়ে;
আমার পূজো খেয়ে সুযোগ পেয়ে
এই করিলি শেষে।।
আগে তো বুঝি নাই আমি এই ঘাটিবে পাছে
কালো রূপে বহু কাল তুই আছিস পাছে পাছে;
আমার ননীর পুতুল গলে গেছে
তোর ওই দারুণ বিষে।।
সাপের বিষ সহিতে পারি শোকের বিষ না সয়
কেন আমাকে করিলি না দংশন নিঠুর নির্দয়;
আমি পলে পলে হইবো ক্ষয়
চোখের জলে ভেসে।।
আহারে দারুণ বিধি পাষাণ পরান তোর
তুই দিয়ে কেন কেড়ে নিলি বুকের মানিক মোর;
বিধি তোর বিধান কি এতো কঠোর
বুঝে পাই না দিশে।।
সাপের খেলা বাঘের দেখা এড়ানো না যায়
পাগল বিজয় বলে বিধির খেলা বোঝা বিষয়ম দায়;
সে কারে হাসায় কারে কাঁদায়
কর্মের পরিবেশে।।