লোকনাথ বাবার ১০৮ নাম-
১. প্রেমবতার(তুমি) ঠাকুর(তুমি) নারায়ণ।
২. অগতির গতি (তুমি)তুমি লোকনাথ।
৩. সুরলোকে ছিলে তুমি হয়ে বিশ্বনাথ।
৪. নাম দিল মা কমলা আমারযাদুমণি।
৫. ভক্তবাঞ্ছা নাম দিল যতেক্জ্ঞানী গুণী।
৬. শ্রীগোপাল নাম দিল যতেক্প্রতিবাসী।
৭. মহাযোগী তুমি যে গো জানে ভারতবাসী।
৮. দেবপ্রসাদ নাম রাখিল যতভক্তগণে।
৯. ব্রহ্মচারী রূপ দিল গুরুভগবানে।
১০. একাদশে নাম পেলে বালকসন্ন্যাসী।
১১. ভ্রাতাগণ নাম দিলতুমি গৌরশশী।
১২. বিপদবারণ হরি দিল ডেঙ্গুকর্মকারে।
১৩. বিশ্বগুরু হয়ে থাকবিশ্বচরাচরে।
১৪. গোয়ালিনী মা দিল নামভক্তি-মুক্তিদাতা।
১৫. জীবরূপী শিব তুমি গুরুতুমি জগৎত্রাতা।
১৬. পাপী তাপী নাম দিলতুমি ক্ষমাসার।
১৭. দয়াময় নামে ফের এ বিশ্বমাঝার।
১৮. বাৎসল্য পারাপার নাম দিলসাধক বেণী।
১৯. ভবরোগের বৈদ্য তুমি,তোমারে প্রণমি।
২০. ত্রিকালদর্শী নাম রাখিলবিজয় গোস্বামী।
২১. সিদ্ধযোগী নাম দিলত্রৈলঙ্গস্বামী।
২২. গুরু গোঁসাই নাম দিল ভক্তভজলে রাম।
২৩. মঙ্গলকারী বাবা তুমি বারদী তীর্থধাম।
২৪. অনাথ শরণ নামপেলে অনাথের কাছে।
২৫. গীতার ভগবান তুমি ভক্তবৃন্দনাচে।
২৬. ভবের কান্ডারী তুমি ভবপারাপার।
২৭. সিদ্ধিদাতা গণেশতুমি করুণা অপার।
২৮. নিত্যসিদ্ধ পুরুষ নামরামকৃষ্ণ দিল।
২৯. কলির কলুষহারী নামযে রহিল।
৩০. ভুবন মঙ্গল নামে রও এইভুবনের মাঝে।
৩১. সচ্চিদানন্দবাবা তুমি ভক্তহৃদে বাজে।
৩২. স্বজন পালক নাম তোমারগো ব্রহ্মচারী।
৩৩. দুর্জনেরকাছে তুমি চক্রধারী।
৩৪. ব্যথাহারী ডাকে তোমায় যতব্যথিত জনে।
৩৫. অভয়দাতা নাম দিল যতঅভাজনে।
৩৬. চিরসুন্দর তুমি প্রভু বিশ্বচরাচরে।
৩৭. জ্ঞানমূর্তি বাবা লোকনাথযে তোমা স্মরে।
৩৮. সর্বহারারকাছে তুমি নির্ধনের ধন।
৩৯. সর্ব ঘটের ঘটি তুমি থাকসর্বক্ষণ।
৪০. বেদের বর্ণিতশব্দে তুমি সেই কবি।
৪১. আলোকজ্যোতি রূপে সদা উদ্ভাসিতরবি।
৪২. অচিন্তের চিন্তা তুমি জগতচিন্তাময়ী।
৪৩. প্রাণীর প্রাণ তুমি ভূলোকস্বামী।
৪৪. ব্রহ্মের সন্তানমোরা তুমি ব্রহ্মময়।
৪৫. অধম তারণ আর এক নাম প্রভুতোমার হয়।
৪৬. ভীতজনে ডাকে তোমারবরাভয় নামে।
৪৭. বিশ্বরূপে বিরাজ প্রভু এধরা ধামে।
৪৮. শান্তিদাতা নাম দিলরোগি শোকিগণ।
৪৯. বিপত্তারণনামে ডাকে তোমা সর্বজন।
৫০. অনঙ্গ চৈতন্য নাম তোমারযে প্রভু।
৫১. নিত্য নিরঞ্জন নাম ভুলিবনা কভু।
৫২. জীবের প্রভু তুমি জীবেরজীবন।
৫৩. দ্রষ্টা তুমি দৃশ্যতুমি হেরি সর্বক্ষণ।
৫৪. জগন্নাথ আর এক নামজানে ধরাবাসী।
৫৫. মহাদেব হয়ে থাক তীর্থবারাণসী।
৫৬. জয় জয় গুরু তোমা ত্রিতাপহারী।
৫৭. বিরাজি সবা প্রভু গোলকবিহারী।
৫৮. কেউবা তোমার নাম রাখিলবাবা তারকনাথ।
৫৯. শক্তিধর আরেক নাম তোমারলোকনাথ।
৬০. ঋষি শ্রেষ্ঠ গুরু তোমার হলযে নাম।
৬১. বিশ্ব মানব তরে এলে মানবপরাণ।
৬২. পরব্রহ্ম তুমি প্রভুকরুণা নিদান।
৬৩. সপ্ত ঋষিরঋষি তুমি করুণা মহান।
৬৪. সর্ব দিকে আছ তুমি নামদিগম্বর।
৬৫. পাতঞ্জলেরকাছে তুমি হইলে ঈশ্বর।
৬৬. কুল নারীরকাছে তুমি জাতি কুল মান।
৬৭. জ্ঞানী জীবেরকাছে হইলে তুমি যে মহান।
৬৮. বিষ্ণুরূপে হেরে তোমায় যতবৈষ্ণবগণ।
৬৯. শান্তগণে শক্তিরূপে পূজে সর্বক্ষণ।
৭০. হইল আর এক নাম গৌরাঙ্গসুন্দর।
৭১. বাসুদেব নামে ব্যক্ত বিশ্বচরাচর।
৭২. আদি দেব তুমি প্রভু পুরুষপরাৎপরে।
৭৩. অচিন্তেরচিন্তামণি যিনি চিন্তা করে।
৭৪. কেহ তোমার নাম দিলঅন্নদাতা প্রভু।
৭৫. শান্তিসাগর আর এক নামভুলিব না কভু।
৭৬. চিরকাল আছ অলক বিহারী।
৭৭. চিরকাল রবে নামবাবা ব্রহ্মচারী।
৭৮. মৃত্যুঞ্জয়নামে তুমি রহিবে ধরাতে।
৭৯. লুপ্ত আযের আচার ধর্মসবারে শিখাতে।
৮০. গুরুর গুরু নামরাখে স্বামী শিবানন্দ।
৮১. মোহ তিমিরহর নাম দিলশ্রীমৎ ব্রহ্মানন্দ।
৮২. রজনীকান্ত নাম দিলসাক্ষী দিবাকর।
৮৩. অভয়াচরণ দিল নামতুমি বিঘ্নহর।
৮৪. মনোহর রূপ তোমার মনোহরণনাম।
৮৫. দয়ারাম প্রভুরূপে বহালে যে বান।
৮৬. সুরথ নাথ নাম দিলতুমি স্পর্শমণি।
৮৭. মূর্তিমান গীতা নাম দিলযামিনী।
৮৮. ব্যথিতেরব্যাথাহারী তুমি লোকনাথ।
৮৯. তুমি সৃষ্টি স্থিতি লয়তোমায় প্রণিপাত।
৯০. সগুণ নির্গুণ নাম তোমারযে গো হয়।
৯১. প্রকাশিছে তবআলো তুমি জ্যোতির্ময়।
৯২. ক্ষুধাতুরেরক্ষুধাহারী তুমি মূর্তিমান।
৯৩. দুঃখী জনের সুখ তুমি পরমসুখন নাম।
৯৪. অলক্ষের আলেখ্যতুমি ওগো ব্রহ্মচারী।
৯৫. সর্বজনের কাছে প্রভুতুমি শান্তি বারি।
৯৬. জানকী রাখিল নাম জাতিরজনক।
৯৭. বিঘ্নহর নাম রাখিল তোমারসেবক।
৯৮. আজানুলম্বিত বাহু তুমি রামঅবতার।
৯৯. চন্দ্রমা তপন আঁখিযুগলযে যুগাবতার।
১০০. সংসার বৃক্ষ নাম দিল যতেকসংসারী।
১০১. তুমি গুরু লোকনাথওগো ব্রহ্মচারী।
১০২. মাতা নাম দিয়া গুরু কেহতোমা ভজে।
১০৩. শ্রীরাধিকা রূপে ছিলে সখী সনে ব্রজে।
১০৪. কেউবা হেরে শ্যামরূপে কেউবা হেরে শ্যামা।
১০৫. তুমি প্রভু মনোরম তুমিইমনোরমা।
১০৬. মৃন্ময়েতে চিন্ময় হয়ে থাকসর্বক্ষণ।
১০৭. সর্বভূতের আত্মা প্রভুতুমি পরম ধন।
১০৮. অষ্টোত্তর শতনাম সমাপ্তহৈল।
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….
……………….
আরো পড়ুন:
আল্লাহর ৯৯ নাম
বুদ্ধের ২৮ নাম
মহাদেবের ১০৮ নাম
শ্রীকৃষ্ণের ১০৮ নাম
মা দুর্গার ১০৮ নাম
মা কালীর ১০৮ নাম
মা লক্ষ্মীর ১০৮ নাম
মা সরস্বতীর ১০৮ নাম
শ্রীশ্রী নৃসিংহদেবের ১০৮ নাম
শ্রীশ্রী গণেশের ১০৮ নাম
শ্রীচৈতন্য মহাপ্রভুর ১০৮ নাম
প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম
লোকনাথ বাবার ১০৮ নাম
শ্রী রামকৃষ্ণ ১০৮ নাম
শ্রীশ্রীমা সারদার ১০৮ নাম
শ্রীশ্রী বামাক্ষ্যাপার ১০৮ নাম