কোন্ গাছেতে মানুষ ফলে
মানুষ মানুষ সবাই বলে,
আমি তাই ভেবে মরি, বুঝতে নারি,
কোন্ গাছেতে মানুষ ফলে।।
কোন্ মানুষের কারণ
শ্মশানে সেই ত্রিলোচন,
সদা সে করে ভ্রমণ
নাম-রসেতে ডুবে,
ঢুলু ঢুলু দু’নয়নে,
দৃষ্টি করে দ্বিদল-পানে,
বসিয়ে যোগাসনে,
হাড়ের মালা গলায় দোলে।।
কোন্ মানুষের লাগি’
গোলোকনাথ হলেন যোগী,
তেয়াগিয়ে ষড়ৈশ্বর্য
কার ভাবেতে হয় তপস্বী,
ইচ্ছা যদি আছে মনে,
তবে চিনে ধর মানুষ ধনে,
নিরিখ ঠিক কর যতনে
সুষুম্নাতে যে জন চলে।।
কালাচাঁদ কইছে হেসে,
গোপালের লাগলো দিশে,
ইড়া-পিঙ্গলায় ব’সে
মানুষ ধরবে কোন্ সাহসে।
দীননাথ হয়েছে দীনের কাঙাল,
দয়া যেচে হ’ল হালসে বেহাল,
রাই-রূপেতে মিশাল,
মহাভাবে পড়েন ঢলে।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- বর্ধমান জেলার বেতালবন গ্রামের বাউল সমাবেশ হইতে বিশেষভাবে সংগৃহিত-
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….