সচেতনের আপনি মূলাধার
সচেতনের আপনি মূলাধার।
বল, ঘুম ভাঙ্গায় ভবে কেবা কার।।
সচেতনের আপনি মূলাধার,
আমি কে, তা জানতে পারলে
পাবি রে নিস্তার।
এই ভাণ্ডের ভিতরে কত ব্রহ্মাণ্ড,
ঘুরছিস অনাহত জীবন ভর।।
এই চৌদ্দপোয়া দেহেরি ভিতর
স্থূল-সূক্ষ্ম জীব বহুতর,
ঘরের ভিতর ক’রে আছে ঘর;
তারা নীরের ভিতর খাচ্ছে রে ক্ষীর,
সচেতনে হংস-হংসীর হয় বিহার।।
ক্ষিতি-অপত-তেজ-মরুৎ-ব্যোমে
দেহের গঠন হয় ক্রমে,
এই পঞ্চতত্ত্ব পঁচিশ তত্ত্ব
ভুলিস না ভ্রমে।
ওই যে আজ্ঞাচক্রে মায়াবিনী
করে কুহকেতে অন্ধকার।।
ঐ দেখ বীনাযন্ত্রে সুরটি বেঁধেছে,
মধুর ঝঙ্কার দিতেছে,
ঐ দেখ বাগ্-বাদিনী
আহ্লাদিনী
জেগে রয়েছে।
হংস-হংসী-রূপে গুরু
হ’য়ে আছেন মূলাধার।।
গোঁসাই বলাইচাঁদের এই বাণী-
সেই তো জগৎ-চিন্তামণি,
সচৈতন্য আছেন রে যিনি,
দাস নবদ্বীপ তুই আধার মাত্র,
গুরুকে দান কর গে দেহ আপনার।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- বর্ধমান জেলার বেতালবন গ্রামের বাউল সমাবেশ হইতে বিশেষভাবে সংগৃহিত-
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….