ভবঘুরেকথা

চিন্ময় মধুরে ধর

চিন্ময় মধুরে ধর, ও সে শ্রী-অধর।
মধুরে সুমধুর আছে দেখ না খুঁজে নিজঘর।

রূপ-সায়রের লাল জলে
সময় বুঝে মানুষ খেলে,
বুঝতে পারে রসিক হ’লে
রূপ-সায়রে দেয় নজর।।

রূপ-সায়রে তিন-ধারা
বুঝতে পারে রসিক যারা,
সদাই রূপে দেয় পাহারা,
নিরিখ দিয়ে সেই লহর।।

প্রথমে গুণেরি মানুষ,
ভক্তি ক’রে রাখ ধরে হুঁশ;
দ্বিতীয়াতে হোস্ না বেহুঁশ,
নির্বিকারে তাঁরে স্মর।।

পূর্ণ-ঈশ্বর উদয় তিনে,
নিষ্কাম যাজন সেই দিনে,
নিরিখ দিয়ে সেইখানে
জোয়ারেতে সন্ধান কর।।

তার পরে সহজ আসে,
থাকে রসিক সাধক তারি আশে,
রূপ-সায়রের রূপ-রসে
মন মিশিয়ে কর খবর।।

মধুর মূরতিখানি
হেরে হরে মন-পরাণী,
গোঁসাই নরহরির বাণী,
অনুরাগী, তুই নিরিখ ধর।।

……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।

এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- বর্ধমান জেলার বেতালবন গ্রামের বাউল সমাবেশ হইতে বিশেষভাবে সংগৃহিত-

…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com

……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!