ভবঘুরেকথা
কথামালা বাউল ফকির সাধু

আনন্দবাজারে চলে যাও

যাও রে, আনন্দবাজারে চলে যাও।
বাজারে বসতি ক’র স্বরূপ-রূপে মন মাতাও।।

সহজ সে আনন্দবাজার,
সহস্র খবর খুলেছে যার,
সহজ আছে হৃদে তোমার,
হেরে ত্রিতাপ-জ্বালা জুড়াও।।

ভাল-মন্দর মাঝখানে
সহজ রয় অতি গোপনে,
মনের সনে নিরজনে
আকর্ষণে প্রায় জুড়ায়।।

সহজ স্বরূপ জ্ঞানাঞ্জন,
খুললে স্বরূপ-দরশন,
ত্য’জে অহং ভাবে মগন,
রূপ-রসে প্রাণ মাতাও।।

শ্রীরূপ ধ’রে ডুবে যাবে,
তবে স্বরূপ-রত্ন পাবে,
নিত্যানন্দ-হৃদি হবে,
আরও কিছু পাবে যাও।।

গোঁসাই নরহরি রটে,
ব’সে অনুরাগীর ঘটে,
রূপ-সায়রের পিছল ঘাটে
রসের মানুষ হেরে নাও।।

……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।

এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- বর্ধমান জেলার বেতালবন গ্রামের বাউল সমাবেশ হইতে বিশেষভাবে সংগৃহিত-

…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com

……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!