ভবঘুরেকথা
বিজয় সরকার

আমার বন্ধুকে যে মন্দ বলে তবু মনে বলে সে-যে
আমার দলের লোক,
যতো হিংসা-বিদ্বেষ প্রাণে রাখে রে
তবু তার দিকে থাকে তার চোখ।।

না বুঝে তার মর্ম গাঁথা,
লোকে তারে বলে যা-তা
তবু তো কয় কৃষ্ণ কথা;
যদিও বিতৃষ্ণমূলক
পরলে অনিচ্ছায় অমৃতের কুন্ডেরে
তার রয় না জন্ম মৃত্যু শোক।।

প্রাণে অজানা সম্বন্ধ
বলে তার বিরুদ্ধে ভালো মন্দ
তার মধ্যে কৃষ্ণ নাম গন্ধ;
আনন্দদায়ক
বন্ধুর নিন্দার ছলে বন্দনা হয় রে
শুনে অন্তরে বাড়ে পুলক।।

ভালো মন্দ মনের বিকার
ইন্দ্রিয় তাই করে স্বীকার
মানে না বিবেকের বিচার;
থাকে মত্ত মর্তলোক
তবু হারায়নো আত্ম অধিকার
একদিন পারবে সে সত্যের আলোক।।

পাগল বিজয় কয়, মোর চলার ছন্দ
যদিও হয় মলিন মন্দ
তার মধ্যে তাহার সম্বন্ধ;
রয় যেন ব্যাপক
আমার ভালো মন্দ দ্বিধা
আমার ভালো মন্দ দ্বিধা দ্বন্দ্বরে
সবি তার পূজার নৈবেদ্য হোক।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!