ও ঘাটে নামবি যদি মনা, আগে গুরুর কর ভজনা,
আগে শক্তি থাকতে কর সাধনা।
থাকতে শক্তি করো ভক্তি কুম্ভীরের ভয় রবে না
ও-ঘাটে নামবে যদি মনা।।
আরও প্রেম-পাথারে সাঁতার যে দিছে
ও তার কুম্ভীরের কি ভয় আছে?
ওরে কুম্ভীরকে সে জৈরাফ করেছে,
ঘাটে নামলে মরা মানুষ-কুম্ভীর হয় বেহুস
-ও সেই কুম্ভীর ধইয়া খাইছে
ও তার কি জরা মৃত্যু আছে?
তাই পাগল কানাই কয়, সেই ঘাটে কুম্ভীর রয়,
তাই মানুষ ধইরা খায়, মরা দেখলে দৌড়িয়া পালায়।
পাগল কানাই কয়-ও মন সাধু
আজ কেনে হলি চুদু
দিন থাকিতে মুরশিদ ধরে সাধন ভজন করতে হয়
ও তার কিসের কুম্ভীরের ভয়।
:: মুরশিদী