(ভৈরবী-একতালা)
প্রাত:সময়, জাগ রে হৃদয়, স্মর রে ভবতারণে!
চেয়ে দেখ নিশি যায় যায় যায়,
সরোজ-বান্ধব সমুদিত প্রায়,
ঝলসিছে নব নীল নীরদ, দেখ রে স্নিগ্ধ গগনে।
এই ছিল বিশ্ব নিস্তব্ধ নীরব,
নিদ্রাগত প্রাণী বিহঙ্গ, মানব,
জীবকোলাহল, আহা, ঐ শোন, উঠিল পুন: ভুবনে।
যাঁহার প্রসাদে লভিলে জীবন,
যার কৃপাবলে মেলিলে নয়ন,
প্রেমমূর্ত্তি তাঁর হায় রে এখন, হের না কেন নয়নে?
পুঞ্জীতৃপ্ত পাপ হইবে বিনাশ,
পরিতৃপ্ত হবে আশার পিয়াস,
মনস্তামরস প্রফুল্লমানসে, সঁপ রে তাঁর চরণে।।