(ভৈরব-একতালা)
পাপ-নাশনে কর রে স্মরণ, হইবে জীবন সফল।
সুখ-মোক্ষদাতা, অখিল-বিধাতা, পাপী-তাপীর সম্বল।
সেই পূণ্য-সূর্য্য হইলে প্রকাশ, মোহ-অন্ধকার হইবে বিনাশ,
ফুটিবে হৃদয়-সরসী-সলিলে, শত শত প্রেম-শতদল।
পূণ্যের সৌরভে হবে পুলকিত, আনন্দ-সাগরে ভাসিবে নিয়ত,
তাঁর পূণ্য-সহবাসে নিরন্তর ভুঞ্জিবে বাসনা সকল।
হৃদয়-মন্দিরে দেখ রে আজ, সেই পূর্ণময় করেন বিরাজ,
ভক্তি-পুষ্প ল’য়ে কৃতাঞ্জলি হ’য়ে পূজ রে ভক্তবৎসল।।