(তাল-যৎ)
তোরা দেখে যা, দেখে যা সহচরী,
হিংসাদ্বেষ লেশ শূন্য, কলুষী করিতে ধন্য একাচারী।।
ব্রাহ্মণ চণ্ডাল তাঁতি, জোলা মুচি হাড়ি জাতি গো
সবে মিশেছে ব’লেছে হরি গো,
যে জন বলে হরি হরি, নাহি জাতির বিচার করি গো
বললে হরিবোল, দিচ্ছে কোল ধরি গো।।
পূর্বে এই বৃন্দাবনে, কৃষ্ণ কাতর রাধার সনে গো
এল হৃষীকেশ নানা বেশ ধরি গো
রাই রূপেতে গিলটি করা, এল বুঝি মনচোরা গো
সদা কিশোরী কিশোরী স্মরি গো।।
ঐ যে গৌর রূপের মাঝে, কালরূপ অপরূপ সাজে গো
মোহনচূড়া মাথে বাঁশি হাতে করি গো
বুঝি পুনঃ এল বৃন্দাবনে, রাধার কথা মনে পড়ে গো
কাল ভ্রমণ গুঞ্জে, কুঞ্জে নাই কিশোরী গো।।