(তাল-একতালা)
কাজ কি আমার মন্ত্র বীজে।
হরিচাঁদ ছবি রবির কিরণে উথলিল মধু হৃদ সরোজে।
যে অমৃত পিয়ে পিয়ে, রসে ডগমগ হয়ে,
গেছে আত্মারাম মাত্তা লাগিয়ে, মন সরে না গৃহ কাজে।
যত ছিল বৈদিক ক্রিয়া, সে ক্রিয়া হহ্ল অক্রিয়া,
ছিল অষ্টপাশে মা মহামায়া, সে মা গেছে পুত্র ত্যজে।
যত ছিল যাগ যজ্ঞ, সে যজ্ঞ হল অযজ্ঞ
কলৌ নাম সংকীর্তন মহাযজ্ঞ, অর্ঘ দিলাম তারই মাঝে।
ভক্তি মুক্তি দুই পৈশাচী, তারা হলে ভক্তি দাসী,
আমার জাত মেরেছে সর্বনাশী, বিবর্ত বিলাস খুঁজে।
ডেকে বলে মহানন্দ, উদয় গিরি গোলকচন্দ্র,
ও তা দেখলি নারে তারক অন্ধ, র’লি উলুকের সং সেজে।