এ নীতে কেউ নারবি নিতে
এ নীতে কেউ নারবি নিতে।
এমন হদ্দ ওঁছার জোড়া নাই আর
অবনীতে।।
আঁট ভাব অন্তরে রাখে,
বাইরে সে উড়ন-পাকে,
বুঁদ হ’য়ে বসে থাকে
সে আপন স্বভাবেতে।।
ও সে কভু হাসে, কভু কাঁদে,
কভু নাচে, কভু যাচে,
সদা সমান ভাব তার
শুচি-অশুচিতে।।
ভাল কি মন্দ দু’য়ে
তাদের দ্বারেতে থুয়ে,
পাষাণে বেঁধে হিয়ে
রহে আনন্দেতে।।
ঘরাঘর দাঁত-খামুটি,
ধরা-ধন ভিক্ষা-মুঠি,
তায় যদি গৃহস্থটি
কহিল ফিরিতে।।
ফিরে কথা কবার
নাই অধিকার,
হরি ব’লে সব পরিহার,
বুঝে তেনার
খেলা সকলিতে।।
সহজে লক্ষ্মীছাড়া,
তায় ভিক্ষে করা,
আজব এক ক্ষেপার পারা
ধারা বিপরীতে।।
ঘোরা বার মাস তের জেলা,
যেন ঘর-দরজা গাছের তলা,
নাছের ভিখারী, ঝোলা কাঁথা ছাড়া
পুঁজি নাই বলিতে।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- বর্ধমান জেলার বেতালবন গ্রামের বাউল সমাবেশ হইতে বিশেষভাবে সংগৃহিত-
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….