আগে না জেনে প্রেম ফল
আগে না জেনে প্রেম ফল
খেয়েছিলাম প্রেমের গাছে উঠে।।
জানলে খেতাম না,
গাছে উঠতাম না,
এখন বিশেষ জ্বালায়
বেড়াই ছুটে।।
সরল দেখে উঠলাম গাছে,
নামাইতে কে আর আছে,
বল সজনী, দাঁড়াই কার কাছে।
সে প্রেম সরল নয় গো, গরল-মাখা,
জন্মাবধি স্বভাব-বাঁকা;
খেয়ে উগারিতে নারি,
উহু মরি মরি,
এখন বিষের জ্বালায়
আমার পরাণ ফাটে।।
কে বলে সই, পীরিত ভালো
পীরিত ক’রে এই লাভ হ’লো,
সোনার বরণ কালি যে হ’লো,
পীরিত কর্ণ-দ্বারে প্রবেশিয়ে,
ঢুকল গিয়ে হৃদ্-মাঝারে
শেষে ধরে আপন জোর,
আমায় করে চোর,
অকলঙ্কে কলঙ্ক রটে।।
গোঁসাই হরি পোদোয় রটে,
পীরিতের ঐ স্বভাব বটে,
কাজ কিরে তোর
সে সব কুট-কাটে।।
প্রেম চিনি না বাউলে ছোঁড়া
ঘরে ভাত নাই, লম্বা কোঁচা,
পোদোর শিকায় দোলে হাঁড়ি,
হ’লো প্রেমের ছড়াছড়ি,
ব্যাপার করে পোদো মাথার মুটে।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- বর্ধমান জেলার বেতালবন গ্রামের বাউল সমাবেশ হইতে বিশেষভাবে সংগৃহিত-
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….