আমি কিসে বা বিভোর
আমি কিসে বা বিভোর,
আমার নাই রে কিছু ঠিক-ঠাহর।
আমি পরকে কেবল আপন ভাবি রে,
আমার আপন সে যে হয়েছে পর।।
আমার নাই রে কিছু কাণ্ডাকাণ্ড,
বয়ে যাচ্ছি মায়ার ভাণ্ড,
মহাপাষণ্ড,
বুঝতে নারি কিবা আছে রে খুলে দেখলাম না ভাণ্ডের ভিতর।
আমি, চেষ্টা করি সৎসঙ্গে বাস,
অসৎ লোকে করে উপহাস,
তখন ভেঙে যায় সাহস,
মুখে মাত্র গৌর গৌর বলি রে,
ভজন-সাধনে রতি না জন্মিল ভাই রে মোর।।
গৌরতত্ত্ব বড়ই জটিল, ভজনও জটিল,
গোঁসাই বলে, জটিল রে, তুই ভাবিস না জটিল,
অনুরাগের সঙ্গে ভাব মিশায়ে রে,
দৃঢ়ভাবে শ্রীগুরুর চরণ ধর।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- কেঁদুলীর মেলায় বাঁকুড়া, মেদিনীপুর, মানভূম, মূর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান প্রভৃতি জেলা হইতে সমাগত বাউলদের নিকট হইতে বিশেষভাব গৃহীত বাউল গান।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….