অনুরাগ-উদয়
অনুরাগ-উদয়
হ’লে পাত্র অনুসারে হয়।
ও সে অন্যজনার হবে কেনে রে,
যার ভাবে গদগদ চিত্ত নয়।।
যার হৃদয়ে নাই ভাব-নিধি,
ঘেঁটে মরে বেদ-বিধি,
তার হয় না মনশুদ্ধি,
মিছে তর্ক ক’রে ব’কে মরে রে
যেমন স্থূল তুষে অবঘাত হয়।।
রাগ-রূপাশ্রিত যে জনা,
রাগ-পথে তার গমনা,
কোটিতে একজনা;
সে রাগের ঘরে বিরাজ করে রে,
অনুরাগ ছাড়া তিল-আধ নয়।।
বিল্বমঙ্গল নাম ছিল,
চিত্তে গাঢ় রাগ হ’ল,
মরা ধ’রে পার হ’ল,
সে শিক্ষা পেয়ে রাগ ল’য়ে রে
তার নিত্যবৃন্দাবন-প্রাপ্তি হয়।।
গোঁসাই গোপাললাল ভণে,
গোপী-ভাবাশ্রয় বিনে
রাগ হবে রে কেনে,
চাকুরে তোর নাই কোন ঠাওর রে,
ও তোর ভাবের অভাব সমুদয়।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- বর্ধমান জেলার বেতালবন গ্রামের বাউল সমাবেশ হইতে বিশেষভাবে সংগৃহিত-
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….