রামকৃষ্ণ কথামৃত : সপ্তচত্বারিংশ অধ্যায় : ষষ্ঠ পরিচ্ছেদ
১৮৮৫, ১৬ই অগস্ট শ্রীরামকৃষ্ণ, গিরিশ, শশধর পণ্ডিত প্রভৃতি ভক্তসঙ্গে ঠাকুরের অসুখ সংবাদ কলিকাতার ভক্তেরা জানিতে পারিলেন। আলজিভে অসুখ হইয়াছে সকলে…
যতদূর জানা যায়, শ্রীম ছদ্মনামে মহেন্দ্রনাথ গুপ্তের সংকোলিত শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পাঁচ খণ্ডে যথাক্রমে ১৯০২, ১৯০৫, ১৯০৮, ১৯১০ ও ১৯৩২ সালে প্রকাশিত হয়। মহেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে কথোপকথন প্রতিদিন লিখে রাখতেন। সেই লেকা সংকলনি করেই এই পাঁচ খণ্ডে বইটি প্রকাশিত হয়।