ভবঘুরেকথা

রবীন্দ্রনাথ : পূজা ও প্রার্থনা সংগীত

আমারেও করো মার্জনা

আমারেও করো মার্জনা। আমারেও দেহো, নাথ, অমৃতের কণা।। গৃহ ছেড়ে পথে এসে বসে আছি ম্লানবেশে, আমারো হৃদয়ে করো আসন রচনা।।…

তব প্রেম সুধারসে মেতেছি

তব প্রেম সুধারসে মেতেছি, ডুবেছে মন ডুবেছে।। কোথা কে আছে নাহি জানি– তোমার মাধুরীপানে মেতেছি, ডুবেছে মন ডুবেছে।। ……………….. রাগ:…

ডাকো তোমার পথে

তারো তারো, হরি , দীনজনে। ডাকো তোমার পথে, করুণাময়, পূজনসাধনহীন জনে।। অকূল সাগরে না হেরি ত্রাণ, পাপে তাপে জীর্ণ এ…

মিটিল সব ক্ষুধা

মিটিল সব ক্ষুধা, তাঁহার প্রেমসুধা, চলো রে ঘরে লয়ে যাই। সেথা যে কত লোক পেয়েছে কত শোক, তৃষিত আছে কত…

সুমধুর শুনি আজি

সুমধুর শুনি আজি, প্রভু, তোমার নাম। প্রেমসুধাপানে প্রাণ বিহ্বলপ্রায়, রসনা অলস অবশ অনুরাগে।। …………………… রাগ: শঙ্করাভরণ (দক্ষিণী) তাল: অজ্ঞাত রচনাকাল…

ঘোরা রজনী

ঘোরা রজনী, এ মোহঘনঘটা– কোথা গৃহ হায়। পথে ব’সে।। সারাদিন করি’ খেলা, খেলা যে ফুরাইল– গৃহ চাহিয়া প্রাণ কাঁদে।। ……………………..…

ছ জনায় মিলে

আমায় ছ জনায় মিলে পথ দেখায় ব’লে পদে পদে পথ ভুলি হে। নানা কথার ছলে নানান মুনি বলে, সংশয়ে তাই…

সংসারে একাকী

হরি, তোমায় ডাকি, সংসারে একাকী আঁধার অরণ্যে ধাই হে। গহন তিমিরে নয়নের নীরে পথ খুঁজে নাহি পাই হে।। সদা মনে…

তাঁহার আনন্দধারা

তাঁহার আনন্দধারা জগতে যেতেছে বয়ে, এসো সবে নরনারী আপন হৃদয় ল’য়ে।। সে আনন্দে উপবন বিকশিত অনুক্ষণ, সে আনন্দে ধায় নদী…

দুখের কথা তোমায় বলিব না

দুখের কথা তোমায় বলিব না, দুখ ভুলেছি ও করপরশে। যা-কিছু দিয়েছ তাই পেয়ে, নাথ, সুখে আছি, আছি হরষে।। আনন্দ-আলয় এ…
error: Content is protected !!