ভবঘুরেকথা

রবীন্দ্রনাথ : পূজা ও প্রার্থনা সংগীত

এলেম কোথায়

প্রভু, এলেম কোথায় ! কখন বরষ গেল, জীবন বহে গেল– কখন কী-যে হল জানি নে হায়। আসিলাম কোথা হতে, যেতেছি…

তুমি কি গো পিতা আমাদের

তুমি কি গো পিতা আমাদের। ওই-যে নেহারি মুখ অতুল স্নেহের।। ওই-যে নয়নে তব অরুণকিরণ নব, বিমল চরণতলে ফুল ফুটে প্রভাতের।।…

বর্ষ ওই গেল চলে

বর্ষ ওই গেল চলে। কত দোষ করেছি যে, ক্ষমা করো– লহো কোলে।। শুধু আপনারে লয়ে সময় গিয়েছে বয়ে– চাহি নি…

কাছে ডেকে লও

বড়ো আশা ক’রে এসেছি গো, কাছে ডেকে লও, ফিরায়ো না জননী।। দীনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো।…

অমৃতসদনে চলো যাই

আজি শুভদিনে পিতার ভবনে অমৃতসদনে চলো যাই, চলো চলো, চলো ভাই।। না জানি সেথা কত সুখ মিলিবে, আনন্দের নিকেতনে– চলো…

দেখ্‌ চেয়ে দেখ্‌

দেখ্‌ চেয়ে দেখ্‌ তোরা জগতের উৎসব। শোন্‌ রে অনন্তকাল উঠে জয়-জয় রব।। জগতের যত কবি গ্রহ তারা শশী রবি অনন্ত…

কী করিলি মোহের ছলনে

কী করিলি মোহের ছলনে। গৃহ তেয়াগিয়া প্রবাসে ভ্রমিলি, পথ হারাইলি গহনে।। ওই সময় চলে গেল, আঁধার হয়ে এল, মেঘ ছাইল…

এসেছি দীনহীন

কোথা আছ, প্রভু, এসেছি দীনহীন, আলয় নাহি মোর অসীম সংসারে! অতি দূরে দূরে ভ্রমিছি আমি হে ‘প্রভু প্রভু’ ব’লে ডাকি…

দিবানিশি করিয়া যতন

দিবানিশি করিয়া যতন হৃদয়েতে রচেছি আসন– জগতপতি হে, কৃপা করি হেথা কি করিবে আগমন।। অতিশয় বিজন এ ঠাঁই, কোলাহল কিছু…

মহাসিংহাসনে বসি

মহাসিংহাসনে বসি শুনিছ, হে বিশ্বপিত, তোমারি রচিত ছন্দে মহান্‌ বিশ্বের গীত।। মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র এই কন্ঠ লয়ে আমিও দুয়ারে…
error: Content is protected !!