সাত যমীন প্রসঙ্গ
-আবুল ফিদা হাফিজ ইবনে কাসি আল্লাহই সৃষ্টি করেছেন সাত আকাশ এবং পৃথিবীও, তাদের অনুরূপভাবে তাদের মধ্যে নেমে আসে তাঁর নির্দেশ,…
সকল কিছুরই তিনটি বিষয় বিদ্যমান। এর একটা শুরু, একটা শেষ আর মাঝের অংশটা চলমান। সেই মতে, কোনো কিছুকে বুঝতে গেলে এই তিনটি বিষয়ে যৎকিঞ্চিত ধারণা থাকা প্রয়োজন। তাই এই ব্রহ্মাণ্ডের জ্ঞানকে অনুধাবন করতে গেলে এর সৃষ্টিতত্ত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। আর এই সৃষ্টিতত্ত্ব নিয়ে কে কি বলেছেন, কোন শাস্ত্র কি বলেছে সে সব আলাপচারিতা নিয়েই এই আয়োজন-