আদম (আ)-এর অধস্তন বংশধরগণ
আদম (আ)-এর সন্তান-সন্তুতির আলোচনা প্রসঙ্গে কথিত তাওরাতের (বাইবেলের) বর্ণনা উল্লেখ করিয়া ইব্ন কাছীর (র) বলেন:শীছ-এর জন্মকালে আদম (আ)-এর বয়স ছিল…
ভবঘুরেকথা ভাবের ভুবনে প্রবেশ করার জন্য যেমন নিগূঢ়কথা গুরুত্ববহ। তেমনি নিগূঢ়কথায় প্রকাশ করতে গেলে তার পেছনের ইতিহাস-বিধি-ক্রিয়াকর্মগুলো জেনে নেয়া জরুরী। আর এর জন্য এই বিভাগের নাম আয়নামহল। যার দ্বারা নিজেকে আরেকবার দেখে নেয়ার। নিজেকে আরেকবার যাচাই-বাছাই করার সুযোগ তৈরি হয়।
