ভবঘুরেকথা

রবীন্দ্রনাথ : পূজা সংগীত

বেসুর বাজে রে

বেসুর বাজে রে, আর কোথা নয়, কেবল তোরই আপন-মাঝে রে ॥ মেলে না সুর এই প্রভাতে আনন্দিত আলোর সাথে, সবারে…

যেতে যেতে চায় না

যেতে যেতে চায় না যেতে, ফিরে ফিরে চায়- সবাই মিলে পথে চলা হল আমার দায় ॥ দুয়ার ধরে দাঁড়িয়ে থাকে–…

লক্ষ্মী যখন আসবে

লক্ষ্মী যখন আসবে তখন কোথায় তারে দিবি রে ঠাঁই? দেখ্‌ রে চেয়ে আপন-পানে, পদ্মটি নাই, পদ্মটি নাই ॥ ফিরছে কেঁদে…

এখনো গেল না আঁধার

এখনো গেল না আঁধার, এখনো রহিল বাধা। এখনো মরণ-ব্রত জীবনে হল না সাধা। কবে যে দুঃখজ্বালা হবে রে বিজয়মালা, ঝলিবে…

বাহির থেকে দিলে

তুমি বাহির থেকে দিলে বিষম তাড়া তাই ভয়ে ঘোরায় দিক্‌বিদিকে, শেষে অন্তরে পাই সাড়া ॥ যখন হারাই বন্ধ ঘরের তালা-…

ভিতরে জাগিয়া কে যে

তোর ভিতরে জাগিয়া কে যে, তারে বাঁধনে রাখিলি বাঁধি। হায় আলোর পিয়াসি সে যে তাই গুমরি উঠিছে কাঁদি ॥ যদি…

তোমার পথ চেয়ে

বেলা গেল তোমার পথ চেয়ে। শূন্য ঘাটে একা আমি, পার ক’রে লও খেয়ার নেয়ে ॥ ভেঙে এলেম খেলার বাঁশি, চুকিয়ে…

কে গো ওগো খেয়ার

তুমি এ-পার ও-পার কর কে গো ওগো খেয়ার নেয়ে? আমি ঘরের দ্বারে বসে বসে দেখি যে সব চেয়ে ॥ ভাঙিলে…

জ্যোৎস্নারাতে সবাই

আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে বসন্তের এই মাতাল সমীরণে ॥ যাব না গো যাব না যে, রইনু পড়ে ঘরের মাঝে-…

কোন্‌ শুভখনে উদিবে

কোন্‌ শুভখনে উদিবে নয়নে অপরূপ রূপ-ইন্দু চিত্তকুসুমে ভরিয়া উঠিবে মধুময় রসবিন্দু ॥ নব- নন্দনতানে চিরবন্দনগানে উৎসববীণা মন্দমধুর ঝঙ্কৃত হবে প্রাণে-…
error: Content is protected !!