ভবঘুরেকথা

রবীন্দ্রনাথ : পূজা সংগীত

তোমার এই মাধুরী ছাপিয়ে

তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে, আমার প্রাণে নইলে সে কি কোথাও ধরবে? এই-যে আলো সূর্য গ্রহে তারায় ঝ’রে পড়ে…

ভুলে যাই থেকে থেকে

ভুলে যাই থেকে থেকে তোমার আসন-‘পরে বসাতে চাও নাম আমাদের হেঁকে হেঁকে ॥ দ্বারী মোদের চেনে না যে, বাধা দেয়…

আমার মাঝে তোমারি

আমার মাঝে তোমারি মায়া জাগালে তুমি কবি। আপন-মনে আমারি পটে আঁকো মানস ছবি ॥ তাপস তুমি ধেয়ানে তব কী দেখ…

ও অকূলের কূল

ও অকূলের কূল, ও অগতির গতি, ও অনাথের নাথ, ও পতিতের পতি। ও নয়নের আলো, ও রসনার মধু, ও রতনের…

নিশিদিন তুমি আমার

তুমি বন্ধু, তুমি নাথ, নিশিদিন তুমি আমার। তুমি সুখ, তুমি শান্তি, তুমি হে অমৃতপাথার ॥ তুমিই তো আনন্দলোক, জুড়াও প্রাণ,…

প্রভু আমার

প্রভু আমার, প্রিয় আমার পরম ধন হে। চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে ॥ তৃপ্তি আমার, অতৃপ্তি মোর, মুক্তি আমার, বন্ধনডোর,…

আমি কেমন করিয়া জানাব

আমি কেমন করিয়া জানাব আমার জুড়ালো হৃদয় জুড়ালো- আমার জুড়ালো হৃদয় প্রভাতে। আমি কেমন করিয়া জানাব আমার পরান কী নিধি…

আজি যত তারা তব আকাশে

আজি যত তারা তব আকাশে সবে মোর প্রাণ ভরি প্রকাশে ॥ নিখিল তোমার এসেছে ছুটিয়া, মোর মাঝে আজি পড়েছে টুটিয়া…

সীমার মাঝে অসীম তুমি

সীমার মাঝে, অসীম, তুমি বাজাও আপন সুর। আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর॥ কত বর্ণে কত গন্ধে, কত গানে…

আমার খেলা যখন

আমার খেলা যখন ছিল তোমার সনে তখন কে তুমি তা কে জানত। তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে,…
error: Content is protected !!