এ জন্মের লাগি
এ জন্মের লাগি তোর পাপমূল্যে কেনা মহাপাপভাগী এ জীবন করিলি ধিক্কৃত। কলঙ্কিনী ধিক্ নিশ্বাস মোর তোর কাছে ঋণী। তোমার কাছে…
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি বাঙালীর গুরুদেব। বলা হয়ে থাকে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এক জীবনে যা লিখেছেন। তা পড়তে এক জনম যথেষ্ট নয়। আর বুঝে অনুধাবন করতে লাগে কয়েক জনম।