ফকির লালনের বাণী : স্থূলদেশ :: তিন
৫১. মান সরোবর নামটি গো তাঁর লালমতি আছে অপার তাঁয় ডুবতে পারলে না, ডুবতে যেয়ে খাবি খেয়ে সুখটা বোঝো তৎক্ষণা।।…
সাধকের কাছে ফকির লালনের সকল কথাই বাণী। তা কেবল শব্দ নয়। তা হলো জ্ঞান। তার প্রতিটি শব্দের মাঝেই লুকায়িত আছে অনন্তের জিজ্ঞাসা। যার রহস্য খুঁজতে গেলে সাধক হারিয়ে যায় মহাকালের গহ্বরে। শুরু হয় অনন্ত পথে বিচরণের যাত্রা।