নয়তো ফকির লালন সাঁইজির পদের শাব্দিক অর্থ খুঁজতে খুঁজতে; কে ভুল করলো কে শুদ্ধ করলো, কোন গুরু ভালো-কোন গুরু খারাপ ইত্যাদি ইত্যাদি ভাবতে ভাবতেই সময় চলে যায়। টেবিল চেয়ারে বসে গবেষণা করা সহজ, লালন ফকিরের গান করা সহজ। কিন্তু গুরুবাদী ভাবধারাকে গ্রহণ করা সহজ নয়। তারপরও ভবঘুরেকথা ক্ষুদ্র জ্ঞানে চেষ্টা করে চলেছে পাঠকদের সামনে ফকির লালন সাঁইজিকে তুলে ধরবার-