ফকিরকুলের শিরোমণি ফকির লালন সাঁইজিকে যারা ধারণ করে এমন গুণী সাধুগুরুকে নিয়েই এই আয়োজন ‘লালন সাধক’। পরিতাপের বিষয় হলো লালন সাধকদের সম্পর্কে বিশেষ কিছুই জানা যায় না। তারপরও ভবঘুরেকথা চেষ্টা চালিয়ে যাচ্ছে পাঠকদের সামনে লালন সাধকদের সম্পর্কে নানা আলাপ-আলোচনা তুলে ধরবার।