দাও আপনার মনে ঠিক
দেখ না, ঠিক দিয়ে অন্তরে, ওরে।
দাও আপনার মনে ঠিক
আপনার অঙ্কের দিক,
বেঠিক হ’লে যাবি ধামান্তরে।।
ঠিক কর আগে আপন অন্তরে,
ঠিক হ’লে ঠিকানা মিলবে ঠিক তোরে,
মন-কাগজে যা নিয়েছ অঙ্ক ক’রে,
মন বিনে কেউ জানিতে না পারে।।
রাখ যত্ন ক’রে পৈতৃক রত্ন ঘরে,
পচা পুকুরে ডুব দিস না লোভে প’ড়ে,
খুব হুঁশিয়ারে থাকবি রাগের ঘরে,
বে-হুঁশিয়ারি হ’লে লবে সব কেড়ে-কুড়ে।।
রাঙা ফল দেখে মুখে লাল ঝরে,
খাবার লাগি’ তারে দেখ ঘুরে ফিরে,
খেতে গিয়ে আপনি খাওয়াইলি পরে,
পতঙ্গ যেমন অনলে পড়ে রে।।
গোঁসাই নরহরি কহে ধীরি ধীরি,
ভাঙব এবার অনুরাগীর জারিজুরি,
খাটবে না, সে যে হীরার ধার ছুরি,
ফল ধরে কর্ম অনুসারে।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- বর্ধমান জেলার বেতালবন গ্রামের বাউল সমাবেশ হইতে বিশেষভাবে সংগৃহিত-
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….