দীনের কথা মনে যার হয়
দীনের কথা মনে যার হয়।
আগে দেল কেতাবের খবর লয়
মুরশিদ ধরে দেলের খবর জেনে শুনে ফানা হয়।।
শরিয়ত, তরিকত, হকিকত, মারেফত
মুরশিদের হয়ে গত সুধাইয়া লয়, লাহুত নাছুত মলকুত জবরুত,
আল্লা কোথায় আছে মউজুদ
কোন মোকামে মালেক আল্লা, কোন মোকামে বারাম দেয়।।
চার কলেমা চারি কলে, তৈয়ব কালমা মূল নিহারে
এমন অমূল্য ধন, তাই খোঁজে সদায়, নুরী জহুরী জোব্বারী
ছত্তরী পিয়ালঅ চারি, কবুল করে হুশিয়ারী
রাখে না সে কুলের ভয়।।
পাঞ্জাতন গুণমনি, জাহের বাতেনে শুনি
আলী নবী মা জননী, এমাম দোন ভাই,
পাঞ্জাতনের মর্ম জেনে, পাঞ্জাগানা পড়ে মনে
সামনে মুরশিদ বরজখ ধ্যানে কদমেতে ছের ঝোকায়।।
জবরুতের পরদা খুলে, দিবেন মুরশিদ দয়া করে
নুর ছেতারা উদয় হয়ে, রূপে ঝলক দেয়,
সদা থাকে রূপ নিহারে, দীনের কর্ম তারাই করে
পাঞ্জু বলে মোর কপালে, জানি কি করিবেন দয়াময়।।
…………………….
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….