ডুব দিও না পার পাবে না
ডুব দিও না পার পাবে না
কাম-নদীতে আর।
সে যে অকূলনদীর তুফান ভারি
কূল-কিনারা নাই তাহার।।
ডুব দিও না, পারে থেকো,
জোয়ার ভাঁটার খবর রেখো,
বিবেক-হলদী গায়ে মেখো,
কুম্ভীরে ছোঁবে না আর।।
কিবা সাধ্য আছে তোমার
পাড়ি দিতে দাও হে সাঁতার,
কিঞ্চিৎ পাড়ি দিতে পারো
গুরু যদি দেয় কিনার।।
পঞ্চ রসের রসিক যারা,
জোয়ার-ভাটা চেনে তারা,
তাদের তরী যায় না মারা,
বেয়ে যায় সে প্রেমের দাঁড়।।
দুধ আর মিশায়ে জলে
জল চলে সে ঊর্ধ্বনলে,
দ্বিজ কৈলাসচন্দ্র বলে,
রাজহংস দেয় সাঁতার।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- বর্ধমান জেলার বেতালবন গ্রামের বাউল সমাবেশ হইতে বিশেষভাবে সংগৃহিত-
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….