শ্রীশ্রী গণেশের ১০৮ নাম-
১. ‘গণেশ’ আমার নাম রাখেন পাবক।
২. ‘গণাধিপ’ নাম মোর দিলেন ত্র্যম্বক।
৩. ‘গণ’ নাম রাখে মোর যত সিদ্ধগণ।
৪. ‘গণাগ্রহী’ নাম দেন নমুচিসূদন।
৫. ‘গণাধ্যক্ষ’ নাম মোর রাখে তুরাসাহ।
৬. ‘গণেশ্বর’ মোর নাম দেন গন্ধবাহ।
৭. ‘গণনাথ’ নাম দেয় ভ্রাতা কার্ত্তিকেয়।
৮. ‘গণদেবেশ্বর’ নাম দেন রৌহিনেয়।
৯. ‘গণচলবাসী’ নাম দিলেন ভাস্কর।
১০. ‘গণনায়ক’ নাম মোরে দেন ক্ষপাকর।
১১. ‘গণরাজ’ নাম দিয়াছেন বিরূপাক্ষ।
১২. ‘গণকর্ত্তা’ নাম মম দেন সহস্রাক্ষ।
১৩. ‘গণপতি’ নামে ডাকেন পিতা স্মরহর।
১৪. ‘গজানন’ নাম মোরে দেন দামোদর।
১৫. ‘গৌরীসুত’ নাম মোর দিয়েছেন তারা।
১৬. ‘গজকর্ণ’ নাম মোর দিলেন অঙ্গিরা।
১৭. ‘গজবক্ত্র’ নাম মোরে দানিলেন মনু।
১৮. ‘বিনায়কেশ-পুত্র’ নাম রাখিলেন ভানু।
১৯. ‘গুহাগ্রজ’ নাম মম দেন সুরপতি।
২০. ‘সুরাগ্রজ’ নাম মোর দেন বৃহস্পতি।
২১. ‘উমাপুত্র’ নাম মোর দেন মেনারানী।
২২. ‘বিঘ্ন-বিনাশন’ নাম দেন অব্জযোনি।
২৩. ‘বিঘ্নরাজ’ নাম রাখেন বৃহতিসূদন।
২৪. . ‘বিঘ্নকর্ত্তা’ নাম দেন রুক্মিণী- রমণ।
২৫. . ‘বিঘ্নহারী’ নাম মোরে দেন ত্রিপুরারি।
২৬. . ‘বিঘ্ন-বিনাযক’ নাম দেন শম্বরারি।
২৭. ‘বিঘ্নসিদ্ধি’ নাম মোরে দেন কংসারাতি।
২৮. ‘বিঘ্নেশ’ আমার নাম দেন প্রজাপতি।
২৯. ‘বিঘ্ন-বিনাশক’ নাম দেয় খগেশ্বর।
৩০. ‘বিঘ্নহর্ত্তা’ নাম মোরে দেন নগেশ্বর।
৩১. ‘পার্বতীপ্রিয় নন্দন’ নাম দেন মাতামহী।
৩২. ‘হরসূনু’ নাম মোর রাখিলেন মহী।
৩৩. ‘হেরম্ব’ আমার নাম দিলেন ইন্দিরা।
৩৪. ‘স্থূলকর্ণ’ নাম মোরে দেন চারুধারা।
৩৫. ‘দেবদেবেশ’ নাম মোরে দিয়াছেন জিষ্ণু।
৩৬. ‘স্কন্দাগ্রজ’ নাম মোরে দানিলেন বিষ্ণু।
৩৭. ‘মহাকায়’ নাম মোরে দেন কাত্যায়ন।
৩৮. ‘প্রিয়ঙ্কর’ নাম মোর রাখে নারায়ন।
৩৯. ‘কাম-অরিসূনু’ নাম রাখেন হারীত।
৪০. ‘রুদ্রপ্রিয়’ নাম মোরে দিলেন লিখিত।
৪১. ‘সুমুখ’ আমার নাম রাখেন সম্বর্ত্ত।
৪২. ‘সর্বেশ্বর’ নাম রাখেন সকল অমর্ত্ত।
৪৩. ‘সুলেখক’ নাম মোরে দিয়াছেন ব্যাস।
৪৪. ‘ভারত-লেখক’ নাম দিয়াছে কৈলাস।
৪৫. ‘ভালচন্দ্র’ নাম মোরে দিয়াছে উষনা।
৪৬. ‘অভীষ্টদায়ক’ নাম দেন দেবসেনা।
৪৭. ‘চন্দ্রমৌলি’ নাম মোরে দিয়াছে দম্ভোলি।
৪৮. ‘মূষিকবাহন’ নাম দিয়াছে মাতলি।
৪৯. ‘বজ্রতুণ্ড’ নাম মোরে দেন বজ্রাশনি।
৫০. ‘সদাদান’ নাম মোর দেন বীনাপাণি।
৫১. ‘পাশহস্ত’ নাম দেন ইন্দ্রায়ূধ শম্ব।
৫২. ‘শুভদাতা’ নাম মোর দেন আপস্তম্ব।
৫৩. ‘ত্রিলোচন’ নাম মোরে দিয়াছেন অত্রি।
৫৪. ‘চতুর্ভুজ’ নাম দেন মাতা জগদ্ধাত্রী।
৫৫. ‘একদন্ত’ নাম মোর রাখে ঐরাবত।
৫৬. ‘বিকট’ আমার নাম রাখেন মরুত।
৫৭. ‘সিদ্ধি’ নাম রাখে মোর মহর্ষি গৌতম।
৫৮. ‘সিদ্ধিসেনাগ্রজ’ নাম রাখে ঋষি যম।
৫৯. ‘সিদ্ধিদাতা’ নাম মোর রাখে বিষ্ণুরথ।
৬০. ‘সিদ্ধি-বিনায়ক’ নাম রাখে শাতাতপ্।
৬১. ‘সিদ্ধযোগী’ মোর নাম রাখে বাচস্পতি।
৬২. ‘সিদ্ধসাধক’ নাম মোর রাখে পশুপতি।
৬৩. ‘সিদ্ধিরূপ’ নাম মোরে দেন সুরজ্যেষ্ঠ।
৬৪. ‘সিদ্ধদেব-সূনু’ নাম রাখে গ্রহশ্রেষ্ঠ।
৬৫. ‘যজ্ঞসিদ্ধি’ মোর নাম রাখিলেন ক্রতু।
৬৬. ‘মন্ত্রসিদ্ধি’ নাম মোরে দানে শতক্রতু।
৬৭. ‘যোগসিদ্ধি’ নাম মোরে দানেন কপিল।
৬৮. ‘জপসিদ্ধি’ নাম রাখে বসু যে অনিল।
৬৯. ‘দাণসিদ্ধি’ নাম দেন দৈত্যরাজ বলি।
৭০. ‘কর্মসিদ্ধি’ নাম মোর রেখেছেন শূলী।
৭১. ‘কামসিদ্ধি’ নাম রাখে দত্তাত্রেয় ঋষি।
৭২. ‘তপঃসিদ্ধি’ রাখে নাম শাণ্ডিল্য-মহর্ষি।
৭৩. ‘সর্বসিদ্ধিদাতা’ নাম রাখেন দেবর্ষি।
৭৪. সর্বজ্ঞ’ দানেন নাম জনক রাজর্ষি।
৭৫. ‘স্বস্তিদঃ’ আমার নাম রাখিলেন দক্ষ।
৭৬. ‘ঋদ্ধিদঃ’ আমার নাম দানেন ঋভুক্ষ।
৭৭. ‘ঋতজ্ঞান’ নাম মোর দানেন বিরিঞ্চি।
৭৮. ‘ঋতধাম’ নাম মোর দিলেন মরীচি।
৭৯. ‘ঋতম্ভরা’ মোর নাম দেন পাতঞ্জল।
৮০. ‘ঋতম্’ দিলেন নাম সপ্তর্ষি মণ্ডল।
৮১. ‘সত্যম্’ আমার নাম রাখেন পুলহ।
৮২. ‘গুনাতীতম্’ নাম মোরে দেন পিতামহ।
৮৩. ‘পুরুষম্’ আমার নাম দিলেন পুল্যস্ত।
৮৪. ‘কৃষ্ণপিঙ্গলম্’ নাম মোরে দানেন অগস্ত্য।
৮৫. ‘শুদ্ধাত্মা’ আমার নাম দিলেন কর্দম।
৮৬. ‘মহামৃত্যুসূত’ নাম দিলেন যম।
৮৭. ‘ভক্তবত্সল’ নাম মোর রাখিল ইন্দ্রানী।
৮৮. ‘সর্বভীষ্টপ্রদ’ নাম রাখেন রোহিনী।
৮৯. ‘শৈলসুতাসুত’ নাম দেন হিমালয়।
৯০. ‘ভক্তের পরমগতি’ নাম দেন মৃত্যুঞ্জয়।
৯১. ‘দ্বিরদানন্’ নাম মোরে দেন খগেশ্বর।
৯২. ‘সর্বশুভঙ্কর’ নাম দানেন শঙ্কর।
৯৩. ‘বিনায়ক’ নাম মোরে দেন বিনায়িকা।
৯৪. ‘দ্বৈমাতুর’ নাম মোরে দিলেন চণ্ডীকা।
৯৫. ‘বরেণ্য’ আমারে নাম দিলেন ভার্গব।
৯৬. ‘ভর্গ’ এই নাম মোরে দিয়াছেন ধ্রুব।
৯৭. ‘অক্ষর’ আমার নাম দিয়াছে অর্য্যমা।
৯৮. ‘নিত্যমুক্তস্বভাব’ নাম দিয়াছেন রমা।
৯৯. ‘ব্রহ্মবর্চস্’ নাম দেন ব্রহ্মর্ষি বশিষ্ঠ।
১০০. ‘ব্রহ্মভূয়’ নাম মোর দেন সুরজ্যেষ্ঠ।
১০১. ‘ব্রহ্মযোগ’ নাম মোরে দেন বিশ্বামিত্র।
১০২. ‘সুব্রহ্মণ্যাগ্রজ’ মোর নাম রাখে মিত্র।
১০৩. ‘প্রণবস্বরূপ’ আমি হই সনাতন।
১০৪. ‘অদ্বৈতস্বরূপ’ আমি জগত্কারণ।
১০৫/১০৬. ‘অন্তর্যামীস্বরূপ’ আমি হই ‘ব্রহ্মরূপ’।
১০৭/১০৮. ‘জ্যোতির্জ্যোতিস্বয়ংজ্যোতি’ ‘পূর্ণব্রহ্মরূপ’।
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….
……………….
আরো পড়ুন:
আল্লাহর ৯৯ নাম
বুদ্ধের ২৮ নাম
মহাদেবের ১০৮ নাম
শ্রীকৃষ্ণের ১০৮ নাম
মা দুর্গার ১০৮ নাম
মা কালীর ১০৮ নাম
মা লক্ষ্মীর ১০৮ নাম
মা সরস্বতীর ১০৮ নাম
শ্রীশ্রী নৃসিংহদেবের ১০৮ নাম
শ্রীশ্রী গণেশের ১০৮ নাম
শ্রীচৈতন্য মহাপ্রভুর ১০৮ নাম
প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম
লোকনাথ বাবার ১০৮ নাম
শ্রী রামকৃষ্ণ ১০৮ নাম
শ্রীশ্রীমা সারদার ১০৮ নাম
শ্রীশ্রী বামাক্ষ্যাপার ১০৮ নাম