হই নাই তোমার
গোঁসাই, হই নাই তোমার,
তুমি আমার হবে কেনে।
আমার মরমের ভক্তি,
নাই কোন শক্তি,
সিদ্ধান্ত উক্তি
করি অভ্যাসের গুণে।।
থাকতাম যদি তোমার হ’য়ে
পূর্বশৈলে কৃপা-ভানু
উঠত তবে প্রকাশ হ’য়ে;
ও তা হবে কেন কপাল মন্দ,
ঘিরে নিল তম:-অন্ধ,
হ’ল কন্দর্পের রাজ,
আপন ইন্দ্রিয়-ইচ্ছা কাজ,
তাইতে প’ড়ে গেলাম
আত্মবিবেদনে।।
ভাঙা গাঁয়ের তালুকদারি,
করতে নারলাম মাল-গুজারি,
হবে যখন হিসাব-আখেরী,
আমার পূর্বধন যা ছিল ঘরে,
কাল খেয়ে কাল নিল হ’রে;
গোঁসাই, এ নয় হীনের ধর্ম,
করলাম পিতৃদ্রোহী কর্ম,
তাইতে প’ড়ে গেলাম
পিতার বিষ-নয়নে।।
গোঁসাই হরি পোদোয় বলে,
সিংহের দুগ্ধ শাণে খেলে,
যার যা স্বভাব যার না ম’লে,
পোদোর ঘটল না সে দশা,
ভাঙলো আশার বাসা,
তাইতে যেতে হ’ল চৌরাশী-ভ্রমণে।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- বর্ধমান জেলার বেতালবন গ্রামের বাউল সমাবেশ হইতে বিশেষভাবে সংগৃহিত-
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….