ভবঘুরেকথা
প্রভু জগদ্বন্ধু সুন্দর

প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম-

১. দীননাথ রাখে নাম ‘দীনের জীবন’।
২. বামা ডাকে সমাদরে সাগর সেচা ধন’।
৩. ভঙ্গি হেরি ডাকে ব্ৰজের দুলাল।
৪. পড়শীর সবে কয় ‘গৌউর গোপাল’।
৫. রূপ দেখি কুলবধূ ডাকে সোনা চাঁদ’।
৬. বৃদ্ধ কয় ‘অরূপ রতন’ হেরি রূপফাদ।
৭. ক্ষমাময়ী নমা ডাকে ‘বন্ধচন্দ্রমসী’।
৮. ‘স্বয়ং অবতার’ ঘোযে নেপালী সন্ন্যাসী।
৯. পল্লী বালকেরা ডাকে ‘ব্রজের রাখাল।
১০. গৃহভৃত্য নাম রাখে ‘ঠাকুর গোপাল’।
১১. কৈলাসকামিনী ডাকে ‘শ্রীবন্ধু রতন’।
১২. প্রাণবন্ধু’ আনন্দেতে ডাকে প্রিয়জন।
১৩. বকু ডাকে ‘রাঙ্গামূল’ রাঙ্গা মুখ দেখিয়া।
১৪. ‘জামাই’ বলিয়া ডাকে অছিমদ্দি মিঞা।
১৫. ‘জগৎ’ বলিয়া ডাকে দিদি দিগম্বরী।
১৬. নিচু ডাকে প্রাণভরি ‘প্রাণবন্ধ, হরি’।
১৭. তারিণী রাখিল নাম ‘বন্ধ, স্নেহধন’।
১৮. ভৈরব রাখিল নাম ‘দুঃখ নিবারণ।
১৯. ঈশ্বর মাষ্টার ডাকে বন্ধু, সুকুমার’।
২০. সহপাঠী জলধর ডাকে ‘তেজাধার’।
২১. স্কুলপথে লম্বকচ্ছ’ ডাকে রসিক সাথী।
২২. প্রতাপ ডাকে ‘লম্বকর্ণ’ খেলা রসে মাতি।
২৩. রঙ্গ হেরি রঙ্গলাল বৌদিরা ডাকিল।
২৪. ‘ষড়ভুজ প্রভু’ নাম দুঃখীরাম দিল।
২৫. কীরিটেশ্বরী-সাধু কয় ‘যােগীরাজ’ বটে।
২৬. ‘ভাই জগৎ ব্রজধন’ গােলক মণি রটে।
২৭. ‘প্রভু বলি সৰ্বঅগ্রে ডাকে বনমালী।
২৮. জগা’ ডাকে বুড়ােশিব উর্দ্ধে বাহু তুলি।
২৯. হরিদাস মােহন্ত ডাকে পতিত পাবন’।
৩০. শ্রীমন্ত মােহন্ত কয় অধম তারণ’।
৩১. সুরত কুমারী ডাকে প্রভু বন্ধ, হরি’।
৩২. যাদুমণি নাম রাখে ‘পাপ তাপ হারী’।
৩৩. প্রবােধ সুশীল ডাকে ‘মাতুল শ্রীহরি’।
৩৪. ‘তুলসী প্রাণ’ ডাকে পুল্ট বালাস্মৃতি স্মরি।
৩৫. গুরুদাস ফটো তােলে ‘রসামৃতমূর্তি।
৩৬. ডাহাপাড়া শ্ৰীধামেতে ধামেশ্বর’ কৃতি।
৩৭. রঘুমণি নাম রাখে ‘স্বতন্ত্র ঈশ্বর।
৩৮. চম্পটী রাখিল নাম ‘গৌর নটবর।
৩৯. বাকচরবাসী ডাকে কীৰ্ত্তন-জীবন’।
৪০. আমাদের প্রভূ ডাকে বুনাে নারীগণ।
৪১. ‘প্রাণহারী’ ডাকে কুঞ্জ প্রীতিতে গলিয়া।
৪২. ভারতী পিরীতে ডাকে প্রাণ কানাইয়া।
৪৩. বাকচর মাইরা ডাকে ‘বাৎসল্যের ধন’।
৪৪. গােপাল জেঠাজেঠী ডাকে পরম রতন’।
৪৫. অন্নদা দত্ততে ডাকে ‘নব গৌর বঙ্গী।
৪৬. শিতিক নাম রাখে ‘নাটুয়া বিভঙ্গী’।
৪৭. রাইমা নাম রাখে প্রাণের দেবত’।
৪৮. তিনকড়ি নােম ডাকে ‘প্রভু জগত্ৰাতা’।
৪৯. রমেশ রাখিল নাম ‘বন্ধ, চন্দ্ৰভাল’।
৫০. ডােম রমণীরা ডাকে ‘আদুরে দুলাল।
৫১. সৰ্বসুখ নাম রাখে সৰ্ব্বসুখ দাতা।
৫২. নবকুমার রাখে নাম ‘আনন্দ বিধাতা।
৫৩. শশীভূষণেতে ডাকে ‘সৰ্বারাধ্যধন’।
৫৪. বিন্দুমাতা ডাকে ‘গোরা স্থির করি মন।
৫৫. শিশির ঘােষ ঘােষিল ‘নবগৌর’।
৫৬. বলিয়া রঘু বয় ‘নিতাই গৌর’।
৫৭. প্রত্যক্ষ হেরিয়া বীরভক্ত বাদল ডাকে।
৫৮. ‘প্রভু প্রভু প্রভু কুন্দন ব্রজবাসী ডাকে।
৫৯. ‘বিশ্বেশ্বর বিভু শ্রীমধুমঙ্গল ডাকে।
৬০. বাঞ্ছাকল্পতরু মুকুন্দ ঘােষ নাম রাখে।
৬১. ‘গৌর জগদ্গুরু’ শ্রীজয় নিতাই ডাকে নব অবতারী’।
৬২. মিত্র মশায় নাম রাখেন প্রাণারাম হরি’।
৬৩. জীবন কাণ্ডারী’ নামে মহিম ডাকয়।
৬৪. ‘প্রাণধন গােরা’ নাম লক্ষ্মী দেবী কয়।
৬৫. পাগল হরনাথ ভকে গৌরাঙ্গ শ্রীহরি’।
৬৬. বালকৃষ্ণ নাম রাখে ‘প্রাণরক্ষাকারী’।
৬৭. ‘ঘুমটাওয়ালী’ ডাকে ব্রজবাসী মাতা।
৬৮. অটলনন্দী নাম রাখে ‘প্রভু শান্তিদাতা।
৬৯. ‘গােলকবিহারী নাম রাখিল মােহিনী।
৭০. বন্ধু সাহা নাম রাখে ‘ভক্তি স্পর্শমণি’।
৭১. সুবল বটুতে ডাকে ‘প্রভু কৃপাকারী’।
৭২. কৃষ্ণদাস উচ্চে ঘেষে অষ্টশাশহারী’।
৭৩. কানাই মিত্র নাম রাখে মূর্ত হরিনাম।
৭৪. কোদাই সাহা রাখে নাম কৃপাসিন্ধ, ধাম’।
৭৫. কিশােরী প্রত্যক্ষ হেরে ঝুলন লীলাকারী’।
৭৬. হারান শীল নাম রাখে বন্ধু, শ্রীমুরারী’।
৭৭. রামদাস নাম রাখে শ্রীবন্ধ, সহায়।
৭৮. হর রায় রাখে নাম ‘করুণা নিলয়’।
৭৯. ক্ষুদীরাম নাম রাখে ‘লীলারঙ্গী হরি।
৮০. হরিনাম-বিরহী’ ডাকে রণজিৎ লাহিড়ী।
৮১. শ্রীরাম গােবিন্দ ডাকে প্রেমানন্দ কন্দ’।
৮২. রাজেন্দ্র রাখিল নাম নয়ন আনন্দ।
৮৩. শ্রীরাধারমণ বলে ‘নব গৌরচন্দ্র’।
৮৪. পূর্ণ ডাক্তারেতে কহে নিতাই প্রাণানন্দ।
৮৫. সুধম্ব রাখিল নাম প্রভু অন্তর্যামী।
৮৬. প্যারীমােহন ডাকে সদা প্রাণারাম স্বামী।
৮৭. ব্রজেন্দ্র রাখিল নাম ‘হরিনাম দাতা।
৮৮. ‘বন্ধন’ নাম রাখে গৌরদাসী মাতা।
৮৯. ছােট জয় নিতাই ডাকে চিরবন্ধ, চন্দ।
৯০. শ্রীনন্দ নন্দন’ ডাকে কেদার উপানন্দ।
৯১. ‘দয়াল প্রভু নাম রাখে গৌর কিশাের।
৯২. মুক্তাদাসী নাম রাখে ‘গােপাল সুন্দর’।
৯৩. মাদারীসা নাম রাখে ‘প্রাণপ্রিয় বন্ধু।
৯৪. উষারঞ্জন ধ্যান করে প্রভু প্রণবেন্দু।
৯৫. শ্রীশ্যাম ডাক্তার ডাকে ‘প্রলয় পরিত্রাতা’।
৯৬. রজনী নাগ রাখে নাম ‘পঞ্চক্ষেম দাতা।
৯৭. জয়চন্দ্র নাম রাখে ‘ভয়হারী প্রভু।
৯৮. পুলিন রাখিল নাম জয় জয় মহাপ্রভু।
৯৯. ‘পঞ্চম বর্ষীয় শিশু ডাকিল অক্ষয়।
১০০. রাম সাহ নাম রাখে ‘চিদানন্দময়।।
১০১. কাঙ্গালের ঠাকুর’ ডাকে কাঙ্গাল রজনী।
১০২. ‘দয়াল শিরােমণি’ ডাকে লতা ও নলিনী।
১০৩. হারান পাঠক ডাকে হারান রতন’।
১০৪. শ্রীমহেন্দ্র ডাকে ‘ভাই জগৎ সােনাধন’।
১০৫. নবদ্বীপ দাস ডাকে নদীয়ার মণি’।
১০৬. গােপীবন্ধ, নাম রাখে ‘লীলারস খনি’।
১০৭. মহানাম রাখে নাম ‘কারুণ্য বারিধি।
১০৮. প্রেমদাস রাখে নাম ‘বন্ধ, সুধানিধি।

সদা প্রকাশ নাম লীলাপ্রকাশ রাখে।
শিশুরাজ প্রাণধন’ উদ্ধারণ ডাকে।
যােগেন্দ্র কবিরাজ ডাকে মহাবতারী।
নামে পাগল অনন্ত কয় ‘পাগলের হরি।।

“জগদ্বন্ধ” নামকরণ করেন পুরােহিত
যে নামের উচ্চারণেই জগতের হিত।
লক্ষ বর্ষ পূৰ্বে পরে গমনাগমন।
কোটি কণ্ঠে কোটি নামে ডাকে বিশ্বজন।।

কিছু নাহি জানি তবু লিখি কৃপাবলে।
লীলার স্মরণ লাগি নিজ কুতুহলে।
ব্রজলীলা গৌরলীলা এবে এক ঠাই।
সৰ্ব্বতত্ত্ব একাধারে সংশয় তাে নাই।।

ব্রহ্মা আদি দেব যারে ধ্যানে নাহি পায়।
সেই বন্ধু কৃপা করে এসেছে ধরায়।
মহিমে করিল রক্ষা করুণা প্রচুর।
রজণীরে উদ্ধারেন কাঙ্গাল-ঠাকুর।।

ভক্তবাঞ্ছা পূর্ণকারী বামার নন্দন।
সুরতের পাপহারী পতিত পাবন।
যার নাম স্মরি জীব হয় দ্বন্দ্বাতীত।
মুনুলাইটের দেহ যার যিনি অপ্রাকৃত।।

তুলসী ছায়া যাচে যার চরণ স্পর্শন।
ভৃগুপদ চিহ্ন যার বক্ষেতে লাঞ্ছন।
যার নামে মহানাম অনন্ত মহিমা।
মহেন্দ্র কুঞ্জ গােপীবন্ধ, না পায় সীমা।।

মহানামই মহানামী ভজ নিষ্ঠা করি।
নামের মাঝেতে রাজে স্বয়ং বন্ধ, হরি।
এই বন্ধ নামাবলী করিলে পঠন।
লীলাময়ের লীলারসে ডুবে যাবে মন।।

নিতাই চরণ মুই নিতাই দাসের দাস।
শ্রীগুরু কৃপায় করি এ ক্ষুদ্র প্রয়াস।
আশিস করুণ সবে পদ ধূলি দিয়া।
মহানাম-নিষ্ঠ থাকি জীবন ভরিয়া।।

সবার মঙ্গলকারী মহানাম গান।
হরিপুরুষ জগদ্বন্ধ, মহাউদ্ধারণ।।

……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….

……………….
আরো পড়ুন:
আল্লাহর ৯৯ নাম
বুদ্ধের ২৮ নাম
মহাদেবের ১০৮ নাম
শ্রীকৃষ্ণের ১০৮ নাম
মা দুর্গার ১০৮ নাম
মা কালীর ১০৮ নাম
মা লক্ষ্মীর ১০৮ নাম
মা সরস্বতীর ১০৮ নাম
শ্রীশ্রী নৃসিংহদেবের ১০৮ নাম
শ্রীশ্রী গণেশের ১০৮ নাম
শ্রীচৈতন্য মহাপ্রভুর ১০৮ নাম
প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম
লোকনাথ বাবার ১০৮ নাম

শ্রী রামকৃষ্ণ ১০৮ নাম
শ্রীশ্রীমা সারদার ১০৮ নাম
শ্রীশ্রী বামাক্ষ্যাপার ১০৮ নাম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!