ভবঘুরেকথা
মা লক্ষ্মীর পাঁচালী

মা লক্ষ্মীর ১০৮ নাম-

১. প্রকৃতি।
২. বিক্রুতি।
৩. বিদ্যা।
৪. সর্বভূতহিতপ্রদা।
৫. শ্রদ্ধা।
৬. বিভূতি।
৭. সুরভি।
৮. পরমাত্মিকা।
৯. জয়প্রদা।
১০. পদ্মালয়া।
১১. পদ্মা।
১২. শুচী।
১৩. স্বাহা।
১৪. স্বাধা।
১৫. সুধা।
১৬. ধন্যা।
১৭. হিরন্ময়ী।
১৮. লক্ষ্মী।
১৯. নিত্যাপুষ্টা।
২০. বিভা।
২১. অদিত্যা।
২২. দিত্যা।
২৩. দীপা।
২৪. বসুধা।
২৫. ক্ষীরোদা,
২৬. কমলাসম্ভবা।
২৭. কান্তা।
২৮. কামাক্ষী।
২৯. ক্ষীরোদসম্ভবা।
৩০. অনুগ্রহাপ্রদা।
৩১. ঐশ্বর্য্যা।
৩২. অনঘা।
৩৩. হরিবল্লভী।
৩৪. অশোকা।
৩৫. অমৃতা।
৩৬. দীপ্তা।
৩৭. লোকাশোকবিনাশিনী।
৩৮. ধর্মনিলয়া।
৩৯. করুণা।
৪০. লোকমাতা।
৪১. পদ্মপ্রিয়া।
৪২. পদ্মহস্তা।
৪৩. পদ্মাক্ষী।
৪৪. পদ্মসুন্দরী।
৪৫. পদ্মভবা।
৪৬. পদ্মমুখী।
৪৭. পদ্মনাভপ্রিয়া।
৪৮. রমা।
৪৯. পদ্মমালাধরা।
৫০. দেবী।
৫১. পদ্মিনী।
৫২. পদ্মগন্ধিণী।
৫৩. পুণ্যগন্ধা।
৫৪. সুপ্রসন্না।
৫৫. শশীমুখী।
৫৬. প্রভা।
৫৭. চন্দ্রবদনা।
৫৮. চন্দ্রা।
৫৯. চন্দ্রাসহোদরী।
৬০. চতুর্ভুজা।
৬১. চন্দ্ররূপা।
৬২. ইন্দিরা।
৬৩. ইন্দুশীতলা।
৬৪. আহ্লাদিণী।
৬৫. নারায়নী।
৬৬. বৈকুন্ঠেশ্বরি।
৬৭. হরিদ্রা।
৬৮. সত্যা।
৬৯. বিমলা।
৭০. বিশ্বজননী।
৭১. তুষ্টি।
৭২. দারিদ্রনাশিণী।
৭৩. ধনদা।
৭৪. শান্তা,
৭৫. শুক্লামাল্যাম্বরা।
৬. শ্রী।
৭৭. ভাস্করী।
৭৮. বিল্বনিলয়া।
৭৯. হরিপ্রিয়া।
৮০. যশস্বীনি।
৮১. বসুন্ধরা।
৮২. উদারঙ্গা।
৮৩. হরিণী।
৮৪. মালিনী।
৮৫. গজগামিনী।
৮৬. সিদ্ধি।
৮৭. স্ত্রৈন্যাসৌম্যা।
৮৮. শুভপ্রদা।
৮৯. বিষ্ণুপ্রিয়া।
৯০. বরদা।
৯১. বসুপ্রদা।
৯২. শুভা।
৯৩. চঞ্চলা।
৯৪. সমুদ্রতনয়া।
৯৫. জয়া।
৯৬. মঙ্গলাদেবী।
৯৭. বিষ্ণুবক্ষাস্থলাসিক্তা।
৯৮. বিষ্ণুপত্নী।
৯৯. প্রসন্নাক্ষী।
১০০. নারায়নসমাশ্রিতা।
১০১. দারিদ্রধ্বংসিণী।
১০২. কমলা।
১০৩. সর্বপ্রদায়িনী।
১০৪. পেঁচকবাহিণী।
১০৫. মহালক্ষ্মী।
১০৬. ব্রহ্মাবিষ্ণুশিবাত্মিকা।
১০৭. ত্রিকালজ্ঞানসম্পূর্ণা।
১০৮. ভুবনমোহিনী।

……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….

……………….
আরো পড়ুন:
আল্লাহর ৯৯ নাম
বুদ্ধের ২৮ নাম
মহাদেবের ১০৮ নাম
শ্রীকৃষ্ণের ১০৮ নাম
মা দুর্গার ১০৮ নাম
মা কালীর ১০৮ নাম
মা লক্ষ্মীর ১০৮ নাম
মা সরস্বতীর ১০৮ নাম
শ্রীশ্রী নৃসিংহদেবের ১০৮ নাম
শ্রীশ্রী গণেশের ১০৮ নাম
শ্রীচৈতন্য মহাপ্রভুর ১০৮ নাম
প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম
লোকনাথ বাবার ১০৮ নাম

শ্রী রামকৃষ্ণ ১০৮ নাম
শ্রীশ্রীমা সারদার ১০৮ নাম
শ্রীশ্রী বামাক্ষ্যাপার ১০৮ নাম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!