কাম সাগরে পাড়ি দিয়ে
কাম সাগরে পাড়ি দিয়ে কূল পাওয়াটা বিষম কথা।
পাবে ইন্দ্রিয়গণ বশে রাখিলে-এইটা কোন্ কথার কথা।।
শ্রীগুরুর করুণা বিনে
ওপারে যাবে কি সন্ধানে,
গুরু যদি কৃপা ক’রে ব’লে দেয় সন্ধানের কথা।
তবে গরল হবে চিন্ময়
সময়কালে হবে উদয়
দ্বিদলে বিজুরী যথা।।
কামে প্রেমে আছে মিশি’,
গরলাংশ যাবে খসি’,
পাবে সে রস ঘাটে বসি’,
শশী খ’সে পড়বে যথা।।
চিন্তামণির উপদেশ-ফল-
যে পায়, তার জনম সফল;
কান্ত বলে, যার আছে গুরুবল,
তার তরী ডুববে কোথা।।
…………………….
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই বাউল গানগুলি শান্তিনিকেতনের কর্মচারী শ্রীচিত্ত দেব কর্তৃক শ্রীহট্ট হইতে সংগৃহীত।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….