নব রসিকের করণ
কোন্ সাহসে নিতে চাও রে, অবোধ মন,
নব রসিকের করণ।
শুধু সাজ-সজ্জাতে নারবি নিতে
থাকতে আত্মসুখ-যাজন।।
নব রসিকের করণ,
সে যে শুদ্ধ আচরণ,
যেমন তেলাপোকায় কুমরা পোকায়
ধরায় সব বরণ।
তেমনি স্বরূপেতে শুদ্ধ চিতে
কর গা দেহের আরোপণ।।
নয় সাত পাঁচ অক্ষর,- শুধু তিন তার ভিতর,
তিনে তিনে ভাবলে দেহ হয় রূপান্তর,
তখন রস চিনবি, রসিক হবি,
করবি রসের আস্বাদন।।
তিনে তিন গুণেতে নয়, তিন ছাড়তে হয়,
যে থাকে তাহাতে ডুবায় হ’য়ে রসাশ্রয়,
এ রস কে জানে রায় রামানন্দ বিনে,
স্মরণ কর তাঁর চরণ।।
সেথা আনন্দনগর রাকার উদর,
তার উপরে সহজ করে সেই রসিকের ঘর।
সেথা করলে গতি, রসের মূরতি
প্রাপ্তি হয় মদনমোহন।
উমেশচন্দ্র গোঁসাই কয়, বেণী, তোর কর্ম নয়,
ফল-ফুলে পশু-পক্ষীর হেন ধরতে হয়,
নইলে নারবি যেতে প্রাণ থাকিতে,
পার মন, জীয়নে হলে মরণ।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- কেঁদুলীর মেলায় বাঁকুড়া, মেদিনীপুর, মানভূম, মূর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান প্রভৃতি জেলা হইতে সমাগত বাউলদের নিকট হইতে বিশেষভাব গৃহীত বাউল গান।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….