রসিক যে জন প্রেমজোয়ারে
রসিক যে জন প্রেমজোয়ারে রসের তরী বায়,
তারা জোয়ার-ভাটার খবর জাইন্যা
সন্ধানে তরী চালায়।।
স্থূল হইতে হয় প্রবর্তের পাড়ি,
শ্রীগুরু তার কাণ্ডারী,
যে যেখানে যায়।
কেউ প্রবর্তে, কেউ সাধকে,
কেউ সিদ্ধিগঞ্জে নাও লাগায়।
প্রেমতলা হয় প্রেমের থানা,
লোভী কামুক যাইতে মানা,
সাধু বাইয়া বাইয়া যায়;
যার নিতাইগঞ্জের চালান ভরা,
সহজ-প্রেমে বোঝাই করা,
সে কি ঠেকে দায়।
ও সে হাসতে হাসতে প্রেমতলাতে পৌঁছে যায়
আবার কেউ মদনগঞ্জের চালন ভইর্যা
শীতালক্ষায় নাও ডুবায়।।
গোঁসাই বনমালি বলে,
মাঝির সঙ্গে প্রণয় হইলে
তবে পাওয়া যায়-
তখন মহাজনের ষোলআনা, এড়াবি নিকাশের দায়।।
…………………….
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পর্যায়ের গানগুলি ঢাকা জেলার নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ মহাকুমার বিভিন্ন স্থান হইতে মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজের কয়েকজন ছাত্র কর্তৃক সংগৃহীত। রচয়িতাদের মধ্যে অনেকেই পূর্ববঙ্গের বাউল।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….