সেই তিন জনার ছেলে সে
মামা-শ্বশুর ভাগ্নে-বধূর কোলে ব’সে রয়েছে।
যে তিন জনা বাঁজানারী সেই তিন জনার ছেলে সে।।
আবার একজন নারীর শুনি একটি পুত্র দুই সম্পর্ক পাতিয়েছে;
আবার কথা শুনে লোকে হাসে পিসির গর্ভে হয় পিসে।।
একজন নারীর নাইকো কসুর, দিনে শ্বশুর, রাতে হয় ভাসুর।
চিনেছে সে ধর্ম প্রচুর, জগতে নিশান তুলে রয়েছে।।
অষ্টমীতে একাদশী, উদয় হ’ল পূর্ণশশী।
বিধবার মন বড় খুশি, সেই দিনের দিন ধরেছে।।
সতীর গর্ভে আছে পতি, সাধনে তার হয় সুখ্যাতি।
কুবীরচাঁদের দৃঢ় মতি যুগল চরণ ধ’রে রয়েছে।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- কেঁদুলীর মেলায় বাঁকুড়া, মেদিনীপুর, মানভূম, মূর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান প্রভৃতি জেলা হইতে সমাগত বাউলদের নিকট হইতে বিশেষভাব গৃহীত বাউল গান।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….