সরলে গরলে মিশে না
সরলে গরলে মিশে না, সরল ভাবে আছে যে জনা,
সপ্পের মাথায় ব্যাঙ্গা নাচে, তবু সপ্পে আহার করে না।
বুঝি সপ্পের ওঝা আছে, তাই জন্যে মাথা তুলে না,
সরলে গরল মিশে না, সরলভাবে আছে যে জনা।।
পদ্মপাতায় পানি-ফুটি টলমল, পদ্ম ভিজেনা,
তার সাক্ষী আছে দধিল ভাণ্ড, উপরে ভাসে ননী-ছানা।
ফকির মিঞাজানে কয়, সরল পথে থাকলে মানুষ
ধইরবা রে মনা।
সরলে গরল মিশেনা, সরল পথে রয় যে জনা,
সহজ পথে রয় যে জনা।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- ময়মনসিংহ জেলার নেত্রকোণা মহমুকুমা হইতে জনৈক ছাত্র কতকগুলি গান সংগ্রহ করিয়া দিয়াছিল। তাহার মধ্যে নিম্নলিখিত গান তিনটি গ্রহণ করা হইল।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….