ভবঘুরেকথা
কৃষ্ণ রাধা ব্রজলীলা প্রেম কালা বৃন্দাবন

।। তথা রাগ।।

শ্রীরূপমঞ্জরী-পদ সেই মোর সম্পদ
সেই মোর ভজন পূজন।
সেই মোর প্রাণ-ধন সেই মোর আভরণ
সেই মোর জীবনের জীবন।।

সেই মোর রস-নিধি সেই মোর বাঞ্ছা-সিদ্ধি
সেই মোর বেদের ধরম।
সেই ব্রত সেই জপ সেই মোর সিদ্ধি-যোগ
সেই মোর ধরম করম।।

অনুকূল হবে বিধি সে পদ হইবে সিদ্ধি
নিরখিব এই দুই নয়নে।
সে রূপ-মাধুরী শশী প্রাণ কুবলয়-রাশি
প্রফুল্লিত হবে নিশি দিনে।।

তুয়া অদর্শন-অহি গরলে জারল দেহী
চিরদিন তাপিত জীবন।
হাহা মোরে কর দয়া দেহ তুয়া পদ-ছায়া
নরোত্তম লইল শরণ।।

……………………..
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩৪ বঙ্গাব্দের (১৯২৭ সাল) ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা-২য় ভাগ, ৩৬শ পল্লব, প্রার্থনা, ৩০৬৪-পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে।

……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!