টেনে চল উজান গুণ
টেনে চল উজান গুণ।
নইলে নৌকা ভাটার টানে হয়ে যাবে খুন।।
টান শীঘ্র ভাটা এল,
নৌকা বালিচরে প’ল,
ছয় চোরেতে চুরি ক’রে নিবে মূলধন।।
টেনে যাও ত্রিবেণীর ঘাটে,
বান্ধ নৌকা খুটা এঁটে,
ঠিক রাখিও নাহি ছুটে
নিরিখ-নিরূপণ।
টানো ওরে ছয় গুণরি,
ভব-নদীর বিষম পাড়ি,
মন-মাঝি হাল সোজা রাখ
উঠিল পবন।।
টেনে হাল সোজা করো,
এল্লেল্লার বৈঠা মারো,
ছয় গুণরি আড়িগুড়ি
করে জ্বালাতন।।
চলে উল-হায়াত নদী,
নৌকা নুর মোহাম্মদী,
রশীদ নেই নৌকায় উঠে
পারে যায় এখন।।
…………………….
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- রশীদ পূর্ববঙ্গের আউলিয়া সম্প্রদায়ের অন্যতম প্রতিনিধি। বাড়ী ঢাকা জেলার ঝিটকা গ্রামে। ইনি বিখ্যাত ছাফা পীরের শিষ্য। আউলিয়া মতবাদ সম্বন্ধে তাঁহার একখানি পুস্তক ছাপা হইয়াছিল শুনিয়াছি। কুষ্টিয়ার জনাব আফসার উদ্দীন সাহেব অনুগ্রহ করিয়া রশীদের কতকগুলি গান আমাকে সংগ্রহ করিয়া দিয়াছেন।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….