ভবঘুরেকথা
সাধু পঞ্জিকা : ডিসেম্বর মাসের দিনপঞ্জি (অগ্রহায়ণ-পৌষ)

ডিসেম্বর মাসের দিনপঞ্জি (অগ্রহায়ণ-পৌষ)
২০২২ খ্রিস্টাব্দ

ডিসেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ মোতাবেক বাংলা অগ্রহায়ণ-পৌষ মাসে অনুষ্ঠিত সাধুসঙ্গ, সাধুগুরু, সাধনমার্গের দিন-ক্ষণকে সংক্ষিপ্তাকারে একত্রিত করা এবং ভক্ত-আশেকান-অনুসারি-অনুরাগিদের কাছে সেই তথ্য তুলে ধরার জন্য ভবঘুরেকথা.কম-এর এই “সাধু পঞ্জিকার” আয়োজন। যাতে ভক্ত-আশেকানরা তাদের কাঙ্খিত তথ্য পেতে ও দিতে পারে। এটি একটি চলমান প্রকৃয়া। যাতে প্রাপ্ত নতুন তথ্য যুক্ত করে আরো সমৃদ্ধ করা হবে। জয়গুরু।।

ডিসেম্বর মাসের তিথিসমূহ-

  • ডিসেম্বর মাসের পূর্ণিমা:
    • মার্গশীর্ষ পূর্ণিমা/মার্গী পূর্ণিমা।
      • ৭ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ।
      • ২২ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ।
      • বুধবার।
      • ৭ ডিসেম্বর/২২ অগ্রহায়ণ দিবা ৭:৫৫ মিনিট থেকে শুরু হয়ে
        পরদিন ৮ ডিসেম্বর/২৩ অগ্রহায়ণ শেষ দিবা ৮:৫৭ মিনিট পর্যন্ত।
      • (লোকনাথ ফুল পঞ্জিকা মতে)

 

  • ডিসেম্বর মাসের অমাবস্যা:
    • বকুল অমাবস্যা।
      • ২২ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ।
      • ৭ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ।
      • বৃহস্পতিবার।
      • ২২ ডিসেম্বর/৭ পৌষ রাত্রি ৬:৪৩ মিনিট থেকে শুরু হয়ে
        পরদিন ২৩ ডিসেম্বর/৮ পৌষ শেষ অপরাহ্ন ৪:৪৪ মিনিট পর্যন্ত।
      • (লোকনাথ ফুল পঞ্জিকা মতে)

 

  • ডিসেম্বর মাসের একাদশী:
    • মোক্ষদা একাদশী।
      • ৪ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ।
      • ১৭ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ।
      • রবিবার।
      • ভোর ৬:২৬ মিনিট থেকে সকাল ৯:২৭ মিনিট।
    • সফলা একাদশী।
      • ১৯ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ।
      • ৩ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ।
      • সোমবার।
      • সকাল ৮:৩৫ মিনিট থেকে সকাল ১০:০৯ মিনিট।

 

  • ডিসেম্বর মাসের উপবাস:
    • ৪ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/১৯ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ/রবিবার
      • একাদশীর উপবাস (মোক্ষদা)।
      • গোস্বামীমতে ও নিম্বার্কমতে অদ্য একাদশীর উপবাস।
    • ৬ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২১ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ/মঙ্গলবার
      • শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুক্লা ত্রয়োদশী উপবাস।
    • ১৯ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/৪ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ/সোমবার
      • একাদশীর উপবাস (সফলা)।
      • গোস্বামীমতে অদ্য ও নিম্বার্কমতে পরাহে একাদশীর উপবাস।
    • ২০ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/৫ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ/মঙ্গলবার
      • নিম্বার্কমতে একাদশীর উপবাস।

ডিসেম্বর মাসের পরবসমূহ-

  • ১ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/১৬ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ/৬ জমা আউ ১৪৪৪ হিজরী/বৃহস্পতিবার
    • অষ্টমীর একোদ্দিষ্ট এবং নবমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • দিবা ১২/৩ মধ্যে অক্ষয়া স্নানদানাদি।
    • শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের প্রতিষ্ঠাতা মথুরামোহন মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস।
      • ভোগারতি ও মহোৎসব।
      • স্বামীবাগ লোকনাথ মন্দির।
      • স্বামীবাগ, ঢাকা, বাংলাদেশ।
    • হযরত হুসাইন আসগর শাহ্ (রহ)’র বার্ষিক ওরশ।
      • গেছু দারাজ হযরত কেল্লা শহীদ (রহ) দরবারের বড় খাদেম, রুহানী সন্তান এবং পীরানে পীর দস্তগীর হযরত হাজী সৈয়দ শাহ্ আহমদ বাগদাদী (রহ) আশেকান পাগলা হযরত হুসাইন আসগর শাহ্ (রহ)।
      • প্রতিবছর ১৬ অগ্রহায়ণ মহাসমারোহে ওরশ পালিত হয়।
      • আশেকে আউলিয়াদের নিমন্ত্রণ।
      • হযরত হাজী সৈয়দ আহমদ বাগদাদী (রহ) দরবার শরীফ।
      • সোনাভানের বাড়ি, টঙ্গী ভরান, গাজীপুর, বাংলাদেশ।
    • ১০ম বার্ষিক পবিত্র ওরশ।
      • প্রতিবছর ১-৩ ডিসেম্বর (১৬-১৮ অগ্রহায়ণ) খান্দানে নিজামীয়ার বার্ষিক ওরশ পালিত হয়।
      • মহা সাধক গাউসুল আজম বড়পীর মহিউদ্দীন আব্দুল কাদির জিলানী (রহ), হযরত খাজা সুলতান নিজামউদ্দিন আউলিয়া মাহবুবে এলাহী (রহ), হযরত খাজা ক্বারী শাহ্ মো ইমান উদ্দিন চিশতী নিজামী সুফিয়াহ্ (কাদ্দা ছাল্লা সের্রাহু) তাঁর বার্ষিক ওরশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
      • প্রতিরাতে বাউল গানের আসর অনুষ্ঠিত হবে।
      • সকলে আমন্ত্রিত।
      • ফকির মঞ্জিল দরবার শরীফ।
      • ফুকুরহাটি পূর্বপাড়া(শিমুলতলী), সাটুরিয়া, মানিকগঞ্জ, বাংলাদেশ।
    • ভাওয়াল সাধক নুরুল আমিন পাগল এর ওফাত দিবস উপলক্ষে ৬ষ্ঠ পাগল মেলা।
      • প্রতিবছর ১৬-১৮ অগ্রহায়ণ মোতাবেক ১-৩ ডিসেম্বর ৩ দিনব্যাপী বার্ষিক পাগল মেলা অনুষ্ঠিত হয়।
      • কাজা মোড়ল বাড়ি।
      • লংগাইল ইউনিয়ন, পাগলা, গফরগাঁও, ময়মনসিংহ, বাংলাদেশ।
    • মহর্ষি মনোমোহন আশ্রম লালপুর শাখার ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী মহোৎসব।
      • প্রতিবছর তিথি মতে ১৪-১৫ অগ্রহায়ণ বার্ষিক অনুষ্ঠান পালিত হয়।
      • এইবছর ১৪-১৫ অগ্রহায়ণ বাংলাদেশী পঞ্জিকা মতে ১-২ ডিসেম্বর পালিত হবে।
      • রাতব্যাপী মলয়া সংগীত পরিবেশিত হবে।
      • মহর্ষি মনোমোহন আশ্রম।
      • লালপুর, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
    • সৈয়দ আম্বর আলী শাহ্ আউলিয়া (রা) এর বার্ষিক ওরশ।
      • বৃটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের অন্যতম নেতা আধ্যাত্মিক মহাপুরুষ হযরত সৈয়দ আম্বর আলী শাহ্ আউলিয়া (রা)।
      • প্রতিবছর ৬ জমাউল আউয়াল বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
      • সকল তরিকত পন্থি ভক্ত আশেকান জাকেরান আমন্ত্রিত।
      • ঐতিহাসিক রিচি মেহেরাবাদ দরবার শরীফ।
      • হবিগঞ্জ, সিলেট, বাংলাদেশ।
    • বাউল শেখ শামীম রেজার ২য় বার্ষিক সাধুসঙ্গ ও ভাবসঙ্গীত সন্ধ্যা।
      • প্রতিবছর ১৬ অগ্রহায়ণ বার্ষিক সাধুসঙ্গ ও ভাবসঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
      • শেখ শামীম রেজার বসত বাড়ি প্রাঙ্গণ।
      • কোদালিয়াপাড়া, ভেড়ামারা, কুষ্টিয়া, বাংলাদেশ।

 

  • ২ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/১৭ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ/৭ জমা আউ ১৪৪৪ হিজরী/শুক্রবার
    • দশমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী মুফতিয়ে আজম কলম সম্রাট হযরত শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (ক:)’র  পবিত্র ৭৮তম বার্ষিক ওরশ শরীফ।
      • ফরহাদাবাদ দরবার শরীফ।
      • ফরহাদাবাদ, হাটহাজারী, চট্টগ্রাম।

 

  • ৩ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/১৮ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ/৮ জমা আউ ১৪৪৪ হিজরী/শনিবার
    • একাদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • হযরত সৈয়দ শাহ্ জয়নাল আবেদীন (র) এর ১৬৬তম বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ৮-৯ জমা. আউয়াল বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
      • রাতব্যাপী মুর্শিদী গানের আয়োজন রয়েছে।
      • উক্ত ওরশে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলো।
      • হযরত সৈয়দ শাহ্ জয়নাল আবেদীনের মাজার।
      • উত্তর কাওন্নারা, সাটুরিয়া থানা রোড, ধামরাই, বাংলাদেশ।

 

  • ৪ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/১৯ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ/৯ জমা আউ ১৪৪৪ হিজরী/রবিবার
    • দ্বাদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • একাদশীর উপবাস (মোক্ষদা)।
    • গোস্বামীমতে ও নিম্বার্কমতে অদ্য একাদশীর উপবাস।
    • শ্রীশ্রীমিত্র বা ইতুপূজা।
    • দিবা ৭/৫৭ গতে গোস্বামীমতে অখণ্ডদাস দ্বাদশীব্রত।
    • মৎস্যদ্বাদশী।
    • শ্রীশ্রীনারদভগবানের আবির্ভাব।
    • দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য্যের জন্মদিবস।
    • হযরত আলি শিকারী (রা) বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১৯-২০ অগ্রহায়ণ ২ দিনব্যাপী বার্ষিক ওরশ পালিত হয়।
      • ধারামন শিকারী বাড়ি পাক দরবার শরীফ।
      • নাড়িয়া, শরীয়তপুর, বাংলাদেশ।

 

  • ৫ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২০ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ/১০ জমা আউ ১৪৪৪ হিজরী/সোমবার
    • ত্রয়োদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • প্রাত: ৭/২৫ মধ্যে একাদশীর পরাণ।
    • ঋষি অরবিন্দ ঘোষের প্রয়াণ দিবস।
    • চিত্রশিল্পী-সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস।
    • প্রভুপাদ শ্রী কৃষ্ণানন্দ স্বামীর আবির্ভাবোপলক্ষে উৎসব।
    • ৩২ তম বাৎসরিক সাধুসভা ও মহতী অনুষ্ঠান।
      • দরবেশ লালমিয়া সাঁইজি’র মুক্তিধাম আখড়াবাড়ি।
      • সন্ধ্যা হতে রাত ব্যাপী। 
      • দৌলতপুর কলেজপাড়া, বেলকুচি।
      • সিরাজগঞ্জ, বাংলাদেশ। 
    • চরণদ্বীপের আশেক মোমিন ভান্ডারীর মাজারের বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ২০ অগ্রহায়ণ সিরাজ ভান্ডারীর ওরশ পালিত হয়।
      • এছাড়াও প্রতিবছর ৩ ভাদ্র মোমিন ভান্ডারীর ওরশ পালিত হয়।
      • আশেক মোমিন ভান্ডারীর মাজার।
      • চরক্লার্ক, জনতা বজার, সুবর্ণচর, নোয়াখালী, বাংলাদেশ।
    • ফকিরানী সারেজান ও ফকিরানী ফুলজান মায়ের ওফাত দিবসে সাধুসঙ্গ।
      • ফকির লালন সাঁইজির মতাদর্শে পালিত সাধুসঙ্গ।
      • প্রতিবছর ২০ অগ্রহায়ণে দিন ডাকার মধ্য দিয়ে ২৪ ঘণ্টার সাধুসঙ্গ শুরু হয়।
      • দবীর ফকিরের আখড়াবাড়ি।
      • মঠপাড়া, কাজীপুর, গাংনী, মেহেরপুর, বাংলাদেশ।
    • হায়দার শাহ্ (রা) বাবাজানের ৯ম বার্ষিক ওরশ।
      • মজ্জুবে ছালেক কুতুবুল আকতাব হযরত ইমাম গজনফর হোসাইন মোহাম্মদ জুলফিকার হায়দার শাহ্ (রা) বাবাজান।
      • প্রতিবছর ১০-১১ জামাদিউল আউয়াল ২ দিনব্যাপী বার্ষিক ওরশ পালিত হয়ে আসছে।
      • পঞ্জিকা মতে, এইবার ১০-১১ জামাদিউল আউয়াল ৪-৫ ডিসেম্বর পরেছে।
      • হায়দার বাবার মাজার।
      • তাজমহল রোড কবরস্থান সংলগ্ন ঈদগাহ্ মাঠ, মোহাম্মদপুর, ঢাকা।

 

  • ৬ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২১ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ/১১ জমা আউ ১৪৪৪ হিজরী/মঙ্গলবার
    • চতুদর্শীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • প্রদোষে ৫/১৮ গতে রাত্রি ৬/৫৪ মধ্যে পাষাণচতুর্দশীব্রত ও শ্রীশ্রীগৌরীপূজা।
    • শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুক্লা ত্রয়োদশী উপবাস।
    • হাসন রাজার জন্মবার্ষিকী (১৮৫৪ খ্রিস্টাব্দ)। 
      • বিশ্বনাথ উপজেলা, সিলেট, বাংলাদেশ।
    • উপমহাদেশের বিখ্যাত দোতারা বাদক অবিনাশ শীলের জন্মবার্ষিকী।
      • ঢাকা, বাংলাদেশ।
    • হযরত মাওলানা আবু আলী আক্তার উদ্দিন শাহ্ কলন্দর গউছ-পাক (রহ) এর মাজার শরীফের বার্ষিক ওরশ।
      • ফরিদপুর কুলিয়ারচর কিশোরগঞ্জ, বাংলাদেশ।
      • মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর ১৭০তম জন্মজয়ন্তী।
    • দরবেশ লালমিয়া সাঁই-এর ভেক-খেলাফত গ্রহণ উপলক্ষে বার্ষিক সাধুসভা ও মহতী অনুষ্ঠান।
      • প্রতিবছর ২১ অগ্রাহায়ণ ২৪ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয়।
      • মুক্তিধাম আখড়াবাড়ি ও দরবার শরিফ।
      • দৌলতপুর কলেজপাড়া, বেলকুচি, সিরাজগঞ্জ, বাংলাদেশ।

 

  • ৭ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২২ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ/১২ জমা আউ ১৪৪৪ হিজরী/বুধবার
    • পূর্ণিমার একোদ্দিষ্ট ও সপিগুন।
    • পূর্ণিমার নিশিপালন।
    • প্রদোষে ৫/১৯ গতে রাত্রি ৬/৫৫ মধ্যে শ্রীশ্রীসত্যনারায়ণ ব্রত ও শ্রীশ্রীদণ্ডপাণি ভৈরবদেবের আবির্ভাব।
    • দিবা ৭/৫৫ গতে মার্গীপূর্ণিমা বিহিত স্নানদানাদি।
    • শাহ্সুফি ছৈয়দ ফিরোজ-উল-হক চৌধুরী প্রকাশ-ফিরোজ শাহ্‌  মাইজভান্ডারী (ক)-এর ওরশ। 
      • ২২ অগ্রহায়ণ এক দিনব্যাপী ওরশ।
      • গাউছিয়া আহমদিয়া রহমানিয়া আল-হক দরবার শরীফ।
      • মাইজদী কোর্ট, সদর, নোয়াখালী, বাংলাদেশ।
    • আলহাজ্ব শাহ্ সূফী ছৈয়দ ফিরোজ উল হক চৌধুরী প্রকাশ ফিরোজ শাহ্ মাইজভান্ডারী (ক) বাবাজানের মাজারের বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ২২ অগ্রহায়ণ তাঁর ওফাত বার্ষিকীতে ওরশ শরীফ পালিত হয়। 
      • প্রতিবছর ৫ ফাল্গুন তাঁর জন্মদিনে খোশরোজ শরীফ পালিত হয়।
      • ফিরোজ শাহ্ মাইজভান্ডারী (ক) বাবাজানের মাজার।
      • সেন্ট্রাল রোড (নতুন কলেজ রোড), লক্ষ্মীনারায়ণপুর, মাইজদীকোর্ট, সদর, বাংলাদেশ।
    • ফকিরানী সামিরুন নেসার ওফাত দিবসে সাধুসঙ্গ।
      • সাধুগুরু সাধন শাহ্ ফকিরের সাধনসঙ্গিনী সামিরুন নেসা।
      • ফকির লালন সাঁইজির মতাদর্শে পালিত সাধুসঙ্গ।
      • প্রতিবছর ২২ অগ্রহায়ণ দিন ডাকার মধ্য দিয়ে ২৪ ঘণ্টার সাধুসঙ্গ শুরু হয়।
      • ফকির সাধন শাহ্ ফকিরের আখড়াবাড়ি।
      • কেউপুর, মোশান, মিরপুর, কুষ্টিয়া, বাংলাদেশ।
    • হযরত আবুল হাসান শাহ্ (র) বাবাজানের ২৪তম বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১২-১৪ জমাউল আউয়াল ৩ দিনব্যাপী বার্ষিক ওরশ পালিত হবে।
      • প্রতিরাতে মিলাদ ও সামা মাহফিল অনুষ্ঠিত হবে।
      • হযরত আবুল হাসান শাহ্ (র) প্রকাশ উলটা বাবা বিহার শরীফ।
      • সেকশন ১১, ব্লক বি, মিল্লাত ক্যাম্প থানা, পল্লবী, মিরপুর, ঢাকা, বাংলাদেশ।

 

  • ৮ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২৩ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ/১৩ জমা আউ ১৪৪৪ হিজরী/বৃহস্পতিবার
    • প্রতিপদের একোদ্দিষ্ট ও সপিগুন।
    • পূর্ণিমা।
    • পূর্ণিমার ব্রতোপবাস।
    • গোস্বামীমতে চান্দ্রমাসব্রতপক্ষে শ্রীশ্রীকাত্যায়নীব্রত সমাপন।
    • দিবা ৮/৫৭ গতে ১২/৪২ মধ্যে মতান্তরে রোহিণীনক্ষত্রযুক্ত কৃষ্ণা প্রতিপদ।
    • দিবা ৮/৫৭ গতে গৌণচান্দ্র পৌষ কৃষ্ণপক্ষ আরম্ভ।
    • স্বামীবাগ লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে নবান্ন উৎসব।
    • লবচন্দ্র আশ্রমের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব।
      • সর্ব্বধর্ম মিশন অন্তর্গত।ৱ
      • নতুন পালপাড়া, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
    • শুভ আবির্ভাব দিবস উদযাপণে শান্তি সমাবেশ।
      • সুলতানুল আউলিয়া আলহাজ্ব হযরত শাহ্ কলন্দর সূফী খাজা আনোয়ারুল হক রওশন জমির মাদ্দা জিল্লাহুল আলী মুরশিদ কেবলা-এর হুকুমে হযরত মাওলানা আবু আলী আক্তার উদ্দীন শাহ কলন্দর গউস পাক-এর শুভ আবির্ভাব দিবস।
      • প্রতিবছর ২৩ অগ্রহায়ণ শান্তি সমাবেশ পালিত হয়।
      • বাংলাদেশ হাক্কানী খানকা শরীফ।
      • চারাবাগ, আশুলিয়া, ঢাকা বাংলাদেশ।

 

  • ৯ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২৪ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ/১৪ জমা আউ ১৪৪৪ হিজরী/শুক্রবার
    • দ্বিতীয়ার একোদ্দিষ্ট ও সপিগুন।
    • ঋষি অরবিন্দের মহাসমাধি দিবস।
      • ৯ ডিসেম্বর ১৯৫০ খ্রিস্টাব্দ।
    • হযরত খাজা খান জাহান আলী (রহ) এর মাজার শরীফের বার্ষিক ওরশ। 
      • ১২ আউলিয়ার অন্যতম।
      • প্রতিবছর ২৪-২৫ অগ্রহায়ণ বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
      • হযরত খাজা খান জাহান আলী (রহ) এর মাজার শরীফ।
      • সোনাডাঙ্গা, বাগেরহাট, বাংলাদেশ।
      • বাগেরহাট শহর থেকে মাত্র ৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে এবং খুলনা থেকে প্রায় ২২ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।
    • হযরত দয়াল বাবা কদম আলী মস্তান (র) এর স্মরণে মহা মিলনের মহতী জলসা।
      • ওরশ মাহফিলে তরিকার বিষয়ে আলোচনা, কোরআন তেলাওয়াত, মিলাদ জিকির মাহফিল এবং মোনাজাত এর শেষে তোবারক বিতরণ।
      • রাত্রব্যাপি স্বনামধন্য বাউল সঙ্গীত শিল্পীদের বাউল সংগীত পরিবেশন।
      • কদমপুর দরবার শরীফ কেরানীগঞ্জ ঢাকা।
      • সাউথ টাউনের পাশে, ঢাকা জেলখানায় নিকটে।।
    • স্বামী কৈলাশানন্দ মহারাজের জন্মতিথি।
      •  ১৩০০ বঙ্গাব্দ মোতাবেক ১৮৯৩ সালে তিনি জন্মগ্রহণ করেন।
      • ১৯২৯ সালে তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনে যোগদান করেন।
      • ১৯২২ সালে স্বামী শিবানন্দজী মহারাজের কাছ থেকে তাঁর মন্ত্রদীক্ষা লাভ করেন। 
      • ১৯৩০ সালে স্বামী শিবানন্দজী মহারাজের কাছ থেকেই তিনি সন্ন্যাস গ্রহণ করেন। 
      • ১৯৭৫ সালের মার্চ মাসে তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন এবং জীবনের শেষ দিন পর্যন্ত এই পদে আসীন ছিলেন।
      • ১৯৭৮ সালে ৮৪ বছর বয়সে বেলুড় মঠে তাঁর দেহাবসান হয়।
      • মুন্সীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।
    • সিরাজ ফকিরের খেলাফত দিবস উপলক্ষ্যে সাধুসঙ্গ।
      • লালন ঘরের সাধুসঙ্গ।
      • ২৪ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ।
      • সিরাজ ফকিরের বাড়ি।
      • কূলবাড়িয়া, মেহেরপুর, বাংলাদেশ।
    • সৈয়দ শাহ্ সূফী হযরত দয়াল বাবা সিরাজ শাহ্ (র) এর ৪২তম বার্ষিক ওরশ।
      • ২৪-২৬ অগ্রহায়ণ তিন দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত হবে।
      • প্রতি রাতে বাউল পালা গানের আসর আয়োজিত হবে।
      • এতে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা স্ব-বান্ধবে আমন্ত্রিত।
      • নূরে মোহাম্মদীয়া দরবার শরীফ।
      • সাছিয়ামারা, জামতলী বাজার, রায়পুরা, নরসিংদী, বাংলাদেশ।
      • নরসিংদী আরশীনগর হতে রাধাগঞ্জ হয়ে জামতলী বাজার সংলগ্ন।
      • মরজাল হতে সিএনজি যোগে জামতলী বাজার সংলগ্ন।
      • বারৈচা হতে সিএনজি যোগে শ্রীরামপুর রেলগেইট হয়ে জামতলী বাজার সংলগ্ন।
    • ফকির চাঁদ ফকিরের ভেক খেলাফত দিবসে সাধুসঙ্গ।
      • ফকির লালন সাঁইজির মতাদর্শে পালিত সাধুসঙ্গ।
      • প্রতিবছর ২৪ অগ্রহায়ণে দিন ডাকার মধ্য দিয়ে ২৪ ঘণ্টার সাধুসঙ্গ শুরু হয়।
      • সংক্ষিপ্ত আকারে পালন করা হয়।
      • ফকির চাঁদ ফকিরের আখড়াবাড়ি।
      • বিত্তিপাড়া, কুষ্টিয়া, বাংলাদেশ।

 

  • ১০ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২৫ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ/১৫ জমা আউ ১৪৪৪ হিজরী/শনিবার
    • তৃতীয়ার একোদ্দিষ্ট ও সপিগুন।
    • রবিউল শাহ্ [রবিউল পাগলা] ওফাত দিবসে বার্ষিক উৎসব।
      • দুই দিনব্যাপী অনুষ্ঠান ও পালাগান।
      • রবিউল পাগলার মাজার।
      • শ্রীরামপুর বাজার, রায়পুরা, নরসিংদী, বাংলাদেশ।
    • আধ্যাত্মিক সাধক ও সারিন্দা বাদক সিদ্দিক গায়েনের ২য় ওরশ।
      • আধ্যাত্মিক ভাব গানের আসর।
      • নিজ বাসভবন, কুশিয়ারচর গায়ানবাড়ি।
      • কাঞ্জনপুর, হরিরামপুর, মানিকগঞ্জ, বাংলাদেশ।
    • লব চন্দ্র আশ্রমের ২৯তম বার্ষিকী উৎসব।
      • শ্রীশ্রী আনন্দ স্বামীজি মহারাজ কর্তৃক প্রবর্তিত ‘সর্ব্ব ধর্ম্ম’ এবং উক্ত ধর্ম্মের মূলমন্ত্র ‘দয়াময়’ নাম প্রচার ও প্রতিষ্ঠার উদ্দেশ্যে শ্রী আনন্দের নির্দেশে তারই অনুগত শিষ্য শ্রীশ্রীমৎ লব চন্দ্র পাল ‘সর্ব্ব ধর্ম্ম মিশন’ প্রতিষ্ঠা করেন।
      • প্রতিবছর তিথি মতে ২৩ অগ্রহায়ণ বার্ষিক ওরশ পালিত হয়ে আসছে।
      • এই বছর তিথি মতে ২৩ অগ্রহায়ণ বাংলাদেশী পঞ্জিকা মতে পরেছে ২৫ অগ্রহায়ণ।
      • আরতি, মহাকালীর নাম সংকীর্ত্তন, ব্রহ্মনাম সংগীত, নামজপ, সর্ব্ব ধর্ম্ম গীত, ধর্ম্মালোচনা, ভোগানুষ্ঠান, নামজপ ও তৎপর মহাপ্রসাদ বিতরণ, নামজপ ও জয়ধ্বনি, মলয়া সংগীত পরিবেশিত হবে।
      • জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত।
      • লব চন্দ্র আশ্রম।
      • নতুন পালপাড়া, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
      • নারায়ণগঞ্জ ২নং রেলগেট এসে প্রায় ৫০/৬০ গজ পশ্চিমে গিয়ে আবার সোজাসুজি উত্তর-দক্ষিণ গলির রাস্তার প্রায় ৩০/৩৫ গজ পশ্চিমে এগিয়ে লব চন্দ্র আশ্রম।

 

  • ১১ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২৬ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ/১৬ জমা আউ ১৪৪৪ হিজরী/রবিবার
    • তৃতীয়ার একোদ্দিষ্ট ও চতুর্থীর সপিগুন।
    • শ্রীশ্রীমিত্র বা ইতুপূজা।
    • গুরু ভগবান শ্রী রজনীশ ওশো এর জন্ম তিথি।
    • হযরত দয়াল বাবা বাদল শাহ্ (র)-এর ২৪তম বার্ষিক ওরশ।
      • ২৬ ও ২৭ অগ্রহায়ণ দুই দিনব্যাপী ওরশ।
      • রাতব্যাপী বাউল গানের আসর।
      • সাধুর আঙ্গিনা, ভেলুয়ারচর পূর্বপাড়া, রায়পুরা, নরসিংদী, বাংলাদেশ।
    • হটু শাহ্ ফকিরের ওফাত দিবসে সাধুসঙ্গ।
      • প্রতিবছর ২৬ অগ্রহায়ণ সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়।
      • ফকিরপাড়া, সিংড়া, নাটোর, বাংলাদেশ।
    • হযতর শাহ্ সৈয়দ বোরহার উদ্দিন (র) আল-মিশরীর বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১৬-১৭ জমাদিউল আউয়াল ২ দিনব্যাপী বার্ষিক ওরশ পালিত হয়।
      • ১৬ জমাদিউল আউয়াল মোতাবেক এইবছর ১১ ডিসেম্বর ১০:০১ মিনিটে মাজার শরীফ গোসল ও গিলাপ পড়ানো হবে।
      • কদম রসুল দরগাহ শরীফ।
      • নবীগঞ্জ, বন্দর, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।

 

  • ১২ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২৭ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ/১৭ জমা আউ ১৪৪৪ হিজরী/সোমবার
    • চতুর্থীর একোদ্দিষ্ট।
    • শ্রীশ্রী ১০৮ ওঁ শ্রীমৎ স্বামী প্রমোদানন্দ ব্রহ্মচারী বাবাগুরু ব্রহ্মের আবির্ভাব।
    • সৈয়দ ফয়জুল ইসলাম ফরহাদাবাদী (রহ) এর মাজার শরীফ বার্ষিক ওরশ।
      • হযরত সৈয়দ মাওলানা আমিনুল হক মুফতিয়ে আজম (রহ) কতুবুল আফখম গাউছুল আজম সোলতানুল আরেফীন, খাতেমুল আউলিয়া হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজ ভান্ডারী (ক) এর খলিফা-আওলাদে রাসুল, খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী, মুফতিয়ে আজম, হযরত শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (কুঃ) এবং একমাত্র পুত্র রাহনুমায়ে শরিয়ত ও ত্বরিকত, মুর্শিদে বরহক, গাউছে জামান হযরত শাহছুফি মুফতি আল্লামা সৈয়দ ফয়জুল ইসলাম ফরহাদাবাদী (রহ)।
      • ফরহাদাবাদ দরবার শরীফ।
      • ফরহাদাবাদ, নুর আলী মিঞার হাট, হাটহাজারী, চট্টগ্রাম, বাংলাদেশ।
    • হযরত শাহ্ কালা ইয়ামেনি (রহ) এর মাজার শরীফের ওরশ।
      • ৩৬০ আউলিয়ার অন্যতম।
      • পাঁচ দিনব্যাপী ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়।
      • কালা ইয়ামেনি (রহ) এর মাজার।
      • সিঙ্গুর, বরমচাল, কুলাউড়া, মৌলভীবাজার, বাংলাদেশ।
    • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মবাষির্কী।
      • ভাসানীরমাজার শরীফ। 
      • সন্তোষ, টাঙ্গাইল, বাংলাদেশ।
    • উকিল মুন্সীর প্রয়াণ দিবস।
      • ১২ ডিসেম্বর ১৯৭৮ সালে তিনি মৃত্যুবরণ করেন।
      • নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের জৈনপুরে বেতাই নদীর পারে চিরনিদ্রায় শায়িত আছেন উকিল মুন্সি।
    • নূরী বাবার ৪৬তম বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ২৭ অগ্রহায়ণ বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
      • এই বছর ৩ দিনব্যাপী বার্ষিক ওরশ অনুষ্ঠিত হবে।
      • আহলা দরবার শরীফ।
      • বোয়ালখালী,চট্টগ্রাম, বাংলাদেশ।

 

  • ১৩ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২৮ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ/১৮ জমা আউ ১৪৪৪ হিজরী/মঙ্গলবার
    • পঞ্চমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • শাহ্ সূফি হযরত মাখন দেওয়ান ওরফে কারু শাহ্ (চিশতি আল নিজামিয়া) এর ১৩তম ওরশ।
      • বামনশুর (দেওয়ান বাড়ি), আটির বাজার, কেরাণীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।
      • বাংলাদেশের বিখ্যাত বিভিন্ন বাউল শিল্পী সংগীত পরিবেশন করবেন।
      • উক্ত ওরশে আপনারা সকলে স্ব-বান্ধবে আমন্ত্রিত।

 

  • ১৪ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২৯ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ/১৯ জমা আউ ১৪৪৪ হিজরী/বুধবার
    • ষষ্ঠীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • হযরত শাহ সোলেমান ফতেহ গাজী বোগদাদী (রহ) এর মাজার শরীফের বার্ষিক ওরশ।
      • ৩৬০ আউলিয়ার অন্যতম।
      • প্রতিবছর ১৪-১৬ ডিসেম্বর ৩ দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
      • হযতর শাহ্ সোলমান ফতেহ গাজী (র) বাগদাদী মাজার।
      • ফহেপুর, শাহজীবাজার, মাধবপুর, হবিগঞ্জ, সিলেট, বাংলাদেশ।
    • আবদুল মালেক শাহ্ (র)-এর ৫০তম বার্ষিক ওরশ।
      • ধর্ম বর্ণ নির্বিশেষে সকল আশেকান ও ভক্তবৃন্দের প্রতি দাওয়াত।
      • খতমে কোরান, মিলাদ মাহফিল, সেমা মাহফিল ও তবরোক বিতরণ।
      • পূর্ব গোমদন্ডী (মীরপাড়া), বোয়ালখালী পৌরসভা, চট্টগ্রাম, বাংলাদেশ।
    • মোকাম্মেল নূরুল আহাদ হযরত গাউসুল আযম শাহান শাহ্ সৈয়দ হযরত লোকমান হাকিম দরবেশ (র) শাইয়্যেন আল্লাহ্ এর একমাত্র পুত্র শহীদ শাহ্জাদা হযরত সূফী সৈয়দ আব্দুল ওয়াহাব শাহ্ (র) এর ৫১তম ওরশ।
      • ২৯ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ।
      • বাদ মাগরিব মিলাদ মাহ্ফিল, অলি আউলিয়াদের জীবনী আলোচনা, বিশেষ মোনাজাত ও তবারক বিতরণ।
      • দরবার-এ-ওয়াহাব শাহ্।
      • দরবার-এ লোকমানিয়া।
      • ঝিটকা শিকদার পাড়া, ঝিটকা শরীফ, হরিরামপুর, মানিকগঞ্জ।
    • মধুপুরী বাবাজান কেবলা কাবা (র) এর ৫৫তম বার্ষিক ওরশ।
      • ফানা ফিল্লাহ, বাকাবিল্লাহ, মুশকিল কোশা, হাযত রওয়া, রুহুল আশেকীন, হযরত গাউছুল আজম শাহ্ সুফি মৌলানা সৈয়দ মসউদুল করিম আল মধুপুরী, আল মাইজ ভান্ডারী কেবলা কাবা (রা)।
      • প্রতিবছর ২৯ অগ্রহায়ণ মহাসমারোহে ওরশ পালিত হয়।
      • জাতি ধর্ম নির্বিশেষে সকলের দাওয়াত।
      • মধুপুর দরবার শরীফ।
      • কালারমার ছড়া, মহেশখালী, কক্সবাজার, চট্টগ্রাম, বাংলাদেশ।
      • চকরিয়া বাস স্টেশন হইতে বদরখালী হয়ে বাস/জিপ যোগে কালারমার ছড়া দরবার শরীফ পৌঁছানো যায়।
      • বা কক্সবাজার হইতে লঞ্চ বা স্টিমার যোগে জনতা বাজার নেমে গাড়ি যোগে সরাসরি দরবার শরীফ পৌঁছানো যায়।
    • ফকির গরীবুল্লাহ শাহ্’র আবির্ভাব দিবসে বার্ষিক সাধুসঙ্গ।
      • প্রতিবছর ২৯ অগ্রহায়ণ অধিবাসের মধ্য দিয়ে ২৪ ঘণ্টার বার্ষিক সাধুসঙ্গ শুরু হয়।
      • ফকির লালন সাঁইজি ঘরের সাধুসঙ্গ।
      • কাঁথুলী, মেহেরপুর, বাংলাদেশ।

 

  • ১৫ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/৩০ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ/২০ জমা আউ ১৪৪৪ হিজরী/বৃহস্পতিবার
    • সপ্তমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • শ্রীশ্রী মা সারদামণি দেবীর জন্মতিথি, পূজা ও উৎসব।
    • বর্তমান ব্রজবিদেহী মোহন্ত ও চতু:সম্প্রদায়ের শ্রীমোহন্ত ৫৯তম আচার্য্য শ্রীশ্রী ১০৮ স্বামী রাসবিহারী দাস কাঠিয়াবাবার শুভ আবির্ভাব তিথি।
    • লোকসংস্কৃতি গবেষক সুধীর চক্রবতীর মৃত্যু দিবস।
      • তিনি ১৫ ডিসেম্বর ২০২০ সালে ৮৬ বছর বয়সে দেহত্যাগ করেন।
    • বাংলাদেশের যাত্রাশিল্পের অন্যতম নক্ষত্র ও সংগীত শিক্ষক গৌরাঙ্গ আদিত্যের প্রয়াণ দিবস।
      • তিনি ১৫ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দে দুপুর ১টায় দেহত্যাগ করেন।
    • হযরত শাহ্ সোলেমান ফতেহগাজী আওলিয়া (র) বাগদাদীর ওরশ।
      • ৩ দিনব্যাপী ওরশ।
      • ফতেহপুর/শাহজিবাজার, মাধবপুর, হবিগঞ্জ, বাংলাদেশ।
      • শাহজিরাজার রেল স্টেশনের দক্ষিণ পার্শ্বে।
    • ফকির শাহ সুলতান আহম্মদ জালালী শাহ’র দেহত্যাগ দিবসে বার্ষিক ওরশ।
      • গান পরিবেশন হবে। 
      • স্বপরিবার ও স্ববান্ধবনিমন্ত্রণ।
      • জালালী দরবার শরীফ।
      • রূপসদী, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
    • আনু দরবেশ সাহেবের মাজার শরীফে বার্ষিক ওরশ।
      • হযরত খাজা গাউসুল আযম শাহ্ সূফী আনোয়ার উল্লাহ্ আল কাদেরী প্রকাশ আনু দরবেশ।
      • প্রতিবছর ৭ মে বার্ষিক ওরশ শরীফ পালিত হয়।
      • এছাড়াও প্রতিবছর ১৫ ডিসেম্বর তাঁর জীবদ্দশায় মুর্শিদের হুকুমে ওরশ শরীফ পালিত হয়ে আসছে।
      • আনু দরবেশের মাজার।
      • বদলকোট, চাটখিল, নোয়খালী, বাংলাদেশী।
    • জলিল সর্দার স্মরণে ৬ষ্ঠ সাধুসঙ্গ।
      • ১৫ ডিসেম্বর বিকালে অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়ে ১৬ ডিসেম্বর পুণ্য সেবার মধ্যে দিয়ে ২৪ ঘণ্টার সাধুসঙ্গ সমাপ্ত হবে।
      • সূচনা শেলী পরিবার ও বন্ধুবর্গ নিবেদিত।
      • জলির সর্দারের বসতবাড়ি।
      • লক্ষ্মীকোল, রাজবাড়ী, বাংলাদেশ।
    • শাহ্ ছুফী হযরত পীরপাল বড় দেওয়ান (রহ) বার্ষিক পবিত্র ওরশ।
      • প্রতিবছর ৩০ অগ্রহায়ণ বার্ষিক ওরশ পালিত হয়।
      • জোলাগাঁকী মাজার প্রাঙ্গণ।
      • ধুনট, বগুড়া, বাংলাদেশ।
    • ওলিয়ে কামেল আলহাজ্ব হযরত মাওলানা দয়ালবাবা ফরতাব শাহ (রহ) এর স্মরণে ওরশ মোবারক।
      • প্রতিবছর ১৫ ডিসেম্বর বার্সিখ ওরশ পালিত হয়।
      • শান্তিনগর।
      • শাল্লা, সুনামগঞ্জ, বাংলাদেশ।

 

  • ১৬ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/১ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ/২১ জমা আউ ১৪৪৪ হিজরী/শুক্রবার
    • অষ্টমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • পুপাষ্টকাশ্রাদ্ধ।
    • মহাকাল ভৈরব দেবাবির্ভাব।
    • ষড়শীতি সংক্রান্তি।
    • প্রদোষে সন্ধ্যা ৫/২১ গতে রাত্রি ৬/৫৭ মধ্যে শ্রীশ্রীসত্যনারায়ণ ব্রত।
    • গোস্বামীমতে সৌরমাসব্রতপক্ষে শ্রীশ্রীকাত্যায়নীব্রত সমাপন।
    • কুমারীদিগের সেঁজুতিপূজা সমাপন।
    • শ্রীশ্রীমিত্র বা ইতুপূজা সমাপন ও বিসর্জন।
    • বাংলাদেশ শ্রীশ্রী লোকনাথ গীতা প্রচার সংঘ কর্তৃক আয়োজিত বার্ষিক বিশ্ব গীতা যজ্ঞ ও ধর্ম সম্মেলন।
      • স্বামীবাগ লোকনাথ মন্দির।
      • স্বামীবাগ, ঢাকা, বাংলাদেশ।
    • মা সারদা দেবীর জন্মতিথি।
    • আবদুল গফুর শাহ্‌র তিরোধানে সাধুসঙ্গ। 
      • লালন ঘরের সাধুসঙ্গ।
      • ২৪ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ অনুষ্ঠিত হবে।
      • নন্দলালপুর, চড়াইখোল, কুমারখালি, কুষ্টিয়া, বাংলাদেশ।
    • স্বামী কৈলাশানন্দ মহারাজের মৃত্যুতিথি।
      • ১৩০০ বঙ্গাব্দ মোতাবেক ১৮৯৩ সালে তিনি জন্মগ্রহণ করেন।
      • ১৯২৯ সালে তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনে যোগদান করেন।
      • ১৯২২ সালে স্বামী শিবানন্দজী মহারাজের কাছ থেকে তাঁর মন্ত্রদীক্ষা লাভ করেন। 
      • ১৯৩০ সালে স্বামী শিবানন্দজী মহারাজের কাছ থেকেই তিনি সন্ন্যাস গ্রহণ করেন। 
      • ১৯৭৫ সালের মার্চ মাসে তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন এবং জীবনের শেষ দিন পর্যন্ত এই পদে আসীন ছিলেন।
      • ১৯৭৮ সালে ৮৪ বছর বয়সে বেলুড় মঠে তাঁর দেহাবসান হয়।
      • মুন্সীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।
    • আ’তায়ে রাসূল, গরীবে নেওয়াজ, হযরত খাজা মুঈনুদ্দীন চিশতী আজমীরি (র) এর পবিত্র ওরশ।
      • জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি দাওয়াত।
      • হানজ চৌধুরী বাড়ি, চিকদাইর, রাউজান, চট্টগ্রাম, বাংলাদেশ।
      • রাউজান বাসযোগে নতুন রাস্তার মাথা অথবা শরতের দোকানে নামিয়া উত্তর দিকে চিকদাইর হানজ চৌধুরী বাড়ি।
    • হযরত শাহ সৈয়দ জমসেদ আলী চিশতি নারায়ণ পুরী (র) ২০তম উফাত দিবসের বার্ষিক ওরশ। 
      • নারায়ণপুর, ভাবখালী, ময়মনসিংহ, বাংলাদেশ।
    • আহায়ে রাসূল, গরীবে নেওয়াজ হযরত খাজা মুঈনুদ্দীন চিশতী (র)’র ৪০তম পবিত্র ওরশ।
      • খতমে কুরআন শরীফ, খতমে গাউছিয়া শরীফ, খতমে খাজেগান শরীফ, গরীবে নেওয়াজের জীবনী আলোচনা, মিলাদ মাহফিল শেষে তাবারুখ বিতরণ, সেমা-এ-মাহফিল ও কাওয়ালী।
      • হানজ চৌধুরী বাড়ি, চিকদাইর রউজান, চট্টগ্রাম, বাংলাদেশ।
      • রাউজান বাসযোগে নতুন রাস্তার মাথা বা শরতের দোকানে নেমে, উত্তর দিকে চিকদাইর হানজ চৌধুরী বাড়ি।
    • রনজিৎ ফকিরের আখড়ায় বার্ষিক সাধুসঙ্গ।
      • প্রতিবছর ১ পৌষ অধিবাসের মধ্য দিয়ে ২৪ ঘণ্টার বার্ষিক সাধুসঙ্গ শুরু হয়।
      • ফকির লালন সাঁইজি ঘরের সাধুসঙ্গ।
      • মুক্তি ধাম।
      • তাজপুর, আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া, বাংলাদেশ।
    • হযরত খাজা মো আনোয়ারুল কবির শাহ্’র বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১ পৌষ বার্ষিক ওরশ পালিত হয়।
      • হযরত খাজা মো আনোয়ারুল কবির শাহ্’র মাজার শরীফ।
      • মুন্সিবাড়ি, বদল কোর্ট, চাটখিল, নোয়াখালী, বাংলাদেশ।

 

  • ১৭ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ/২২ জমা আউ ১৪৪৪ হিজরী/শনিবার
    • নবমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • আরজ আলী মাতুব্বরের জন্ম। 
    • ১৯০০ খ্রিস্টাব্দ, বরিশাল।
    • জালাল উদ্দিন মুহাম্মদ রুমির মৃত্যুদিবস।
      • ১২৭৩ সালে তিনি দেহত্যাগ করেন।
      • তাকে কোনিয়া, রুম সালতানাতের সমাহিত করা হয়েছে।
    • দয়াল বাবা ছোবহান শাহ্’র ৬৫তম বার্ষিক ওরশ।
      • ২-৪ পৌষ তিন দিনব্যাপী ওরশ
      • রাতব্যাপী বাউল গানের আসর।
      • গোয়ারীভাঙ্গা, হোমনা, কুমিল্লা, বাংলাদেশ।
      • ঢাকা থেকে হোমনা বা নরসিংদী থেকে হোমনা।
    • ফকির রহিম উল্যাহ’র মাজারের বার্ষিক ওরশ।
      • ফকির রহিম উল্যাহ (র) ছিলেন অসিয়ে গাউছুল আজম সৈয়দ দেলোয়ার হোসাইন মাইজভান্ডারি খলিফা।
      • ২৭ জ্যৈষ্ঠ তার ওফাত দিবসে বার্ষিক ওরশ পালিত হয়।
      • ২ পৌষও ওরশ অনুষ্ঠিত হয় মাজারে।
      • ফকির রহিম উল্যাহ’র মাজার
      • বিজবাগ, সেনবাগ, নোয়াখালী, বাংলাদেশী।

 

  • ১৮ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/৩ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ/২৩ জমা আউ ১৪৪৪ হিজরী/রবিবার
    • দশমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • শাহ্ সূফী আবদুস সামাদ মোক্তার খলিলপুরী(র) এর মাজারের বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ৩ পৌষ তার ওরশ পালিত হয়।
      • শাহ্ সূফী আবদুস সামাদ মোক্তার খলিলপুরীর মাজার।
      • খলিলপুর, সদর, নোয়াখালী, বাংলাদেশ।
      • সোনাপুরের দক্ষিণে, ঠক্কর থেকে ২ কিলোমিটার পূর্বে।

 

  • ১৯ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/৪ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ/২৪ জমা আউ ১৪৪৪ হিজরী/সোমবার
    • একাদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • একাদশীর উপবাস (সফলা)।
    • গোস্বামীমতে অদ্য ও নিম্বার্কমতে পরাহে একাদশীর উপবাস।

 

  • ২০ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/৫ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ/২৫ জমা আউ ১৪৪৪ হিজরী/মঙ্গলবার
    • দ্বাদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • পূর্বাহ্ন ১০/১৯ মধ্যে একাদশীর পারণ।
    • নিম্বার্কমতে একাদশীর উপবাস।
    • সৎসঙ্গের প্রতিষ্ঠাতা ঠাকুর অনুকূল চন্দ্রের স্নেহধন্য শ্রীশ্রীমিন্টু মহারাজের জন্ম দিবস।
    • ১০৩তম প্রতিষ্ঠা বার্ষিকী সর্ব্বধর্ম্মোৎসব।
      • সর্ব্ব ধর্ম্ম মিশন।
      • ভোলাচাং, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
    • হযরত শাহ্ গাজী সৈয়দ বুরহান উদ্দিন (রহ) মাজারের বার্ষিক ওরশ।
      • সিলেটের প্রথম মুসলমান হযরত শাহ্ গাজী সৈয়দ বুরহান উদ্দিন (রহ)।
      • প্রতিবছর ৫-৭ পৌষ ৩ দিনব্যাপী বার্ষিক ওরশ পালিত হয়।
      • হযরত শাহ্ গাজী সৈয়দ বুরহান উদ্দিন (রহ) মাজার।
      • বুরহানাবাদ, কুশিঘাট, সিলেট, বাংলাদেশ।
    • শাহ্ সূফী ছৈয়দ গোলাম ছামদানী হোছাইনী (রহ) এর মাজারের বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ৫ পৌষ তার ওফাত বার্ষিকীতে ওরশ পালিত হয়।
      • শাহ্ সূফী ছৈয়দ গোলাম ছামদানী হোছাইনী (রহ) এর মাজার ।
      • সামপুর দায়রা শরীফ, সামপুর, রামগঞ্জ, লক্ষ্মীপুর, বাংলাদেশ।
    • কদম আলী মস্তান বাবাজানের নামে শিন্নি।
      • কলিযুগে পাগলকুলের শিরমণি ফানাফিল্লাহ বাকাবিল্লাহ শাহান শাহ্ হযরত দয়াল বাবা কদম আলী মস্তান।
      • প্রতিবছর ৫-৬ পৌষ ২ দিনব্যাপী বাবা জানের নামে শিন্নির আয়োজন করা হয়।এছাড়াও প্রতিবছর ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার ফল ফাতেহার আয়োজন করা হয়।
      • এছাড়া প্রতিবছর ৭ অগ্রহায়ণ ভেলা ভাসানি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
      • এছাড়া প্রতিবছর ১৭-২৪ মাঘ সপ্তাহব্যাপী বাবার ওফাত দিবসে বার্ষিক ওরশ পালিত হয়।
      • হযরত দয়াল বাবা কদম আলী মস্তান (র) এর দরবার শরীফ।
      • দিঘলী, লৌহজং, মুন্সীগঞ্জ, বাংলাদেশ।

 

  • ২১ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/৬ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ/২৬ জমা আউ ১৪৪৪ হিজরী/বুধবার
    • ত্রয়োদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • পূর্বাহ্ন ১০/২০ মধ্যে নিম্বার্কমতে একাদশীর পারণ।
    • শাহ সুফি হজরত লিয়াকত আলী মাস্তানের ২২তম পবিত্র ওরশ।
      • ৩ দিনব্যাপী ওরশ উৎসব।
      • মিলাদ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
      • ওরশ মোবারকে আপনারা বান্ধব আমন্ত্রিত।
      • ইসবপুর (ফকির বাড়ি), জলসূখা, আজমিরীগঞ্জ, হবিগঞ্জ, বাংলাদেশ।

 

  • ২২ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/৭ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ/২৭ জমা আউ ১৪৪৪ হিজরী/বৃহস্পতিবার
    • চতুর্দশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • অমাবস্যার নিশিপালন।
    • হাসন রাজার জন্মবার্ষিকী (১৯২২ খ্রিস্টাব্দ)। 
      • বিশ্বনাথ উপজেলা, সিলেট, বাংলাদেশ।
    • সুলতানুল আরেফিন, মাজ্জুবে ছালেক, মুশকিলে কোশা, হাফেজ হযরত শাহেন শাহ্ এজাহার মিঞা (র) বাবজান কেবলার ৮ম বার্ষিক ওরশ।
      • জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের দাওয়াত।
      • শাহেন শাহ্ এজাহার মিঞা (র)  মাজার শরীফ প্রাঙ্গণ।
      • উত্তর মোহরা, চান্দগাঁও, চট্টগ্রাম, বাংলাদেশ।
      • চট্টগ্রাম শহর হতে কালুরঘাট, মৌলভীবাজার ওয়াসা রোড হয়ে উত্তর মোহরায় দরবার শরীফে পৌঁছানো যায়।
    • হালিমা ফকিরানীর খেলাফত দিবসে সাধুসঙ্গ।
      • সতী মা ঘরেরর সাধুগুরু।
      • প্রতিবছর ৭ পৌষ দিন ডাকার মধ্য দিয়ে ২৪ ঘণ্টার সাধুসঙ্গ শুরু হয়।
      • সাগরের বাড়ি।
      • পুরাতন মসজিদ, করিগর পাড়া, ডাউকী, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, বাংলাদেশ।
    • হযরত বছিল বাবা (রহ) পবিত্র ওরশ শরীফ।
      • প্রতিবছর ৭ পৌষ বার্ষিক ওরশ পালিত হয়।
      • কাফুরা বছিল বাবার মাজার প্রাঙ্গণ।
      • কাফুরা, খামারকান্দি, শেরপুর, বগুড়া, বাংলাদেশ।
    • হযরত মাওলানা সৈয়দ শফিউল বশর আল-হাছানী ওয়াল হুসাইনী আল-মাইজ ভাণ্ডারী কেবলা কাবার হুমুম মোতাবেক ৩৫তম বার্ষিক ওরশ।

 

  • ২৩ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/৮ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ/২৮ জমা আউ ১৪৪৪ হিজরী/শুক্রবার
    • অমাবস্যার একোদ্দিষ্ট ও সপিগুন।
    • অমাবস্যার ব্রতোপবাস।
    • বকুল অমাবস্যা (উৎকল)।
    • অপরাহ্ন ৪/৪৪ গতে মুখ্যচান্দ্র পৌষ শুক্লপক্ষ আরম্ভ।
    • মধু শাহ্ বাবার বার্ষিক ওরশ।
      • তিন দিনব্যাপী ওরশ।
      • মধুবাবার ধ্বণী
      • খানকায়ে চিশতিয়া দরবার শরীফ
      • আলহ্বাজ হযরত পথিক তারীফ আলী শাহ্ আজমিরী (মধুবাবা)
      • স্থাপিত- ১৯৭৩ খ্রিস্টাব্দ।
      • উল্লাসিত ভিরের মাঝে, দেখব তোমার মুখ।
      • আলো হয়ে জ্বলবে তুমি, সবার হবে সুখ।।
      • পূর্ব পাহাড়তলী, খুলশী, চট্টগ্রাম, বাংলাদেশ।

 

  • ২৪ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/৯ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ/২৯ জমা আউ ১৪৪৪ হিজরী/শনিবার
    • প্রতিপদের একোদ্দিষ্ট ও সপিগুন এবং দ্বিতীয়ার সপিগুন।
    • হযরত শাহ্ বায়েজিদ (রহ) এর মাজার শরীফ বার্ষিক ওরশ।
      • হযরত শাহজালাল (রহ) এর সমসাময়িক ৩৬০ আওলিয়াদের একজন হযরত শাহ বায়েজীদ (রহ) প্রায় ৭০০ বছর আগে বুল্লায় আগমন ও ধর্মপ্রচার করেন।
      • রাতব্যাপী জিকির আজকার ও মরমী গানের আসর বসে। ভোরে আখেরী মোনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে ওরসের সমাপ্তি ঘটে। 
      • হযরত শাহ বায়েজীদ (রহঃ) এর মাজার লাখাই উপজেলা সদর থেকে ৪ কিমি দূরে বুল্লা বাজারের পাশে অবস্থিত। 
      • বুল্লা বাজার, লাখাই, হবিগঞ্জ, বাংলাদেশ।
    • হযরত আফাজ উদ্দিন শাহ (রহ) এর মাজার শরীফের বার্ষিক ওরশ।
      • শাহরাদ, গালিমপুর, নবাবগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।
    • ড. মহানাম ব্রত ব্রহ্মচারী মহারাজের জন্মতিথি।
      • ১৩১১ বঙ্গাব্দের ৯ পৌষ তিনি জন্মগ্রহণ করেন।
      • এমএ(ডাবল), পিএইচডি (শিকাগো), ডি-লিট (ভারত)।
      • ১৯৩৩ সালে তিনি মার্কিন যুক্টরাষ্ট্রের শিকাগো শহরে অনুষ্ঠিত ২য় বিশ্বধর্ম সম্মেলনে যোগদান করেন।
      • তিনি যুক্তরাষ্ট্রের ৬৩টি শহর ২৯টি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান ও সমিতিতে ৪৭৬টি ভাষণ প্রদান করেন।
      • বরিশাল জেলার বানরীপাড়ু উপজেলার অন্তর্গত খালিশাকোটা গ্রামে তার জন্ম।
      • বিশ্বব্যাপী জগবন্ধু সুন্দরের মন্দিরে তার জন্মতিথি উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    • শাহ বায়েজীদ শাহ’র মাজারে বার্ষিক ওরশ।
      • হযরত শাহজালালের সমসাময়িক ৩৬০ আওলিয়াদের একজন হযরত শাহ বায়েজীদ।
      • তিনি প্রায় ৭০০ বছর আগে বুল্লায় আশ্রয় নেন এবং ধর্মপ্রচার করেন।
      • প্রতিবছর ৯ পৌষ বার্ষিক ওরশ পালিত হয়।
      • শাহ বায়েজীদ শাহ’র মাজার।
      • বুল্লা বাজার, লাখাই, হবিগঞ্জ, সিলেট, বাংলাদেশ।

 

  • ২৫ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/১০ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ/১ জমা সানি ১৪৪৪ হিজরী/রবিবার
    • দ্বিতীয়ার একোদ্দিষ্ট ও তৃতীয়ার একোদ্দিষ্ট ও সপিগুন।
    • মহামহোপাধ্যায় আচার্য্য শ্রীমন্ মহানামব্রত ব্রহ্মচারীর আবির্ভাব দিবস।
    • বড়দিন; যীশুর জন্মবার্ষিকী।
    • জিয়াউল হক মাইজভাণ্ডারীর খোশরোজ শরীফের বার্ষিক ওরশ।
      • জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের দাওয়াত।
      • জিকির-মিলাদ-ফাতেহা শেষে নেয়াজ বিতরণ।
      • মাইজভাণ্ডার শরীফ। 
      • ফটিকছড়ি, চট্টগ্রাম, বাংলাদেশ।
    • শ্রীশ্রীমা সরদাদেবীর ১৭০তম জন্মতিথি উৎসব।
      • মঙ্গলারতি, বেদপাঠ, হোম, ভজন সঙ্গীত ও প্রসাদ বিতরণ।
      • রামকৃষ্ণ মিশন সেবাশ্রম
      • চট্টগ্রাম, বাংলাদেশ।
    • মহর্ষি মনোমোহন আশ্রম লালপুর শাখা’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী মহোৎসব।
      • বিশ্বশান্তি কামনায় ব্রহ্মযজ্ঞ ও উপাসনা অন্তে মহাপ্রসাদ বিতরণ। আরতি ও উপাসনা। আলোচনা সভা ও সারা রাতব্যাপী মলয়া সংগীত পরিবেশন।
      • উক্ত মহোৎসবে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলে আমন্ত্রিত।
      • মহর্ষি মনোমোহন আশ্রম।
      • লালপুর, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ। 
    • মহর্ষি মনোমোহন দত্তের একমাত্র পুত্র শ্রীমৎ স্বামী সুধীর চন্দ্র দত্তের প্রয়াণ দিবস।
      • মহর্ষি মনোমোহনের ঔরসে সাধ্বী সৌদামিনীর গর্ভে ১৯০৮ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন।
      • মনোমোহন রচিত বিভিন্ন গ্রন্থ তার জীবনকালেই প্রথম সংস্করণ ও প্রকাশিত হয়।
      • তিনি দয়াময় নাম প্রচার করতে গিয়ে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জায়গায় শাখা আশ্রম প্রতিষ্ঠা করেন।
      • সুধীর চন্দ্র দত্ত ১৯৩৬ সালে সাধ্বী কমলা রানী দত্তের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 
      • ২৫ ডিসেম্বর ২০০১ সালে তিনি ৯৪ বছর বয়সে দেহ ত্যাগ করেন।
      • সাতমোড়া, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
    • শাহ্ আবদুস্ ছামাদ মাসকলন্দর (লেংটা) বাবার ৪৮তম ওফাত দিবসে ওরশ।
      • ওরশ মোবারকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত।
      • ৩ দিনব্যাপী ওরশ।
      • মাজার গোসল, নতুন চাদর পড়ানো, প্রথম বাতি ও মিলাদ।
      • রাতব্যাপী ভাব গানের আসর।
      • শাহ্ আবদুস্ ছামাদ (লেংটা) বাবার দরবার শরীফ।
      • সররাবাদ চাঁন বাদশা মিয়ার কাঁঠাল বাগান, বেলাব, নরসিংদী, বাংলাদেশ।
      • নারায়ণপুর বাসস্ট্যান্ড থেকে রিকসা বা সিএনজি যোগে ২কিমি উত্তরে সররাবাদ শাহ্ আবদুস্ ছামাদ মাসকলন্দর (লেংটা)-এর মাজার।
    • পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর সেবা মহাসংঘের প্রতিষ্ঠাতা সংঘাচার্য্য শ্রী ব্রজমোহন ঠাকুরের মহাপ্রয়াণ দিবস।
      • মতুয়া মতের সাধক।
      • ভাতশালা, বাকেরগঞ্জ, বরিশাল, বাংলাদেশ।

 

  • ২৬ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/১১ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ/২ জমা সানি ১৪৪৪ হিজরী/সোমবার
    • চতুর্থীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • স্মার্তপণ্ডিত হরিদাস সিদ্ধান্ত বাগীশের তিরোধান দিবস।
    • হায়দার আলী শাহ্’র বার্ষিকী ওরশ শরিফ।
    • মস্তি মওলা আঃছামাদ লেংটা বাবা মাস কলন্দর-এর ওফাত দিবসের ওরশ।
      • ৩দিন ব্যাপী ওরশ।
      • মস্তি মওলা আঃছামাদ লেংটা বাবা মাস কলন্দর দরবার শরীফ।
      • সররাবাদ, বেলাবো, নরসিংদী, বাংলাদেশ।
    • কুঞ্জের মেলা।
      • প্রতি বছর পৌষ মাসের দ্বিতীয় সোমবার থেকে শুরু হয়।
      • সাতদিনের এই মেলা শেষ হতে হতে মাস দুয়েক লেগে যায়।
      • বরাব শ্রীশ্রী কানাইলাল জিউর মন্দির।
      • বরাব, পলাশ, নরসিংদী, বাংলাদেশ।
    • রিয়াজ আজিরউদ্দিনের খেলাফত দিবসের সাধুসঙ্গ।
      • দেলবার শাহ্ ঘরের সাধুসঙ্গ।
      • প্রতিবছর ১১ পৌষ ২৪ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়।
      • ভরভরিয়া, মিরপুর, কুষ্টিয়া, বাংলাদেশ।
    • হযরত খাজায়ে কুল্লে খাজেগান গরীবে নেওয়াজ মইনুদ্দীন চিশতী (র) এর ওরশ।
      • প্রতিবছর ১১-১২ পৌষ বার্ষিক ওরশ পালিত হয়।
      • চিশতীনগর খানকায়ে চিশতীয়া।
      • পণ্ডিতসার, নড়িয়া, শরীয়তপুর, বাংলাদেশ।
      • ঢাকা থেকে পদ্মা সেতু দিয়ে জাজিরা প্রান্তে নেমে নড়িয়া হয়ে পণ্ডিতসার চিশতীনগর।
      • নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে উপরোল্লিখিত পথে বা লঞ্চযোগে সুরেশ্বর ঘাট।
      • চাঁদপুর থেকে লঞ্চযোগে সুরেশ্বর ঘাট বা সড়ক পথে হরিণা আলুবাজার হয়ে পণ্ডিতসার।

 

  • ২৭ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/১২ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ/৩ জমা সানি ১৪৪৪ হিজরী/মঙ্গলবার
    • পঞ্চমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • প্রাত: ৭/৩৫ গতে ষটপঞ্চমীব্রত।
    • প্রাত: ৭/৩৫ মধ্যে অক্ষয়া স্নানদানাদি।
    • সারস্বত মঠের প্রতিষ্ঠাতা শ্রী ১০৮ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেরবর আবির্ভাব উৎসব।
    • কবি মির্জা গালিবের জন্ম দিবস।
      • গালিব ১৭৯৭ সালে আগ্রায় জন্মগ্রহণ করেন।
      • সাহিত্যে তার অনন্য অবদানের জন্য তাকে দাবির-উল-মালিক ও নাজিম-উদ-দৌলা উপাধি দেওয়া হয়।
    • হযরত বাবা সৈয়দ শাহ ওয়ালী (র)-এর বার্ষিক ওরশ ও মিলন মেলা।
      • একদিন ব্যাপী ওরশ।
      • খান্দুরা দরবার শরীফ।
      • নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।

 

  • ২৮ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/১৩ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ/৪ জমা সানি ১৪৪৪ হিজরী/বুধবার
    • ষষ্ঠীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • অন্নরূপষষ্ঠী।
    • স্বামী অদ্বৈতানন্দের তিরোভাব দিবস।
    • ২৮ ডিসেম্বর ১৯০৯ খ্রিস্টাব্দ।
    • হযরত খাজা দিদার হোসেন আল চিশতী নিজামী (রহ) এর মাজার শরীফের বার্ষিক ওরশ। 
      • ন‌ওদাপাড়া, বীজনগর, মিরপুর, কুষ্টিয়া, বাংলাদেশ।
    • হযরত বাবা কালাচাঁন ফকিরের জন্ম দিবসে বার্ষিক ওরশ।
      • হযরত বাবা কালাচাঁন ফকিরের দরবার।
      • গোপালপুর, ঈশ্বরদী, বাংলাদেশ।
    • শাহ্ সূফি আলী হোসেন শাহ্ মাইজভাণ্ডারী (র)-এর বার্ষিক ওরশ।
      • ১৩ পৌষ এক দিনব্যাপী।
      • খতমে কোরান, ছেমা মাহফিল, আলোচনা সভা ও ভোরে তাবারুক বিতরণ।
      • ওরশে আপনারা সকলে আমন্ত্রিত।
      • রাউজান থানার অন্তর্গত, উত্তর সর্ত্তা গ্রামের দরগাহ প্রাঙ্গণ, রাউজান, চট্টগ্রাম, বাংলাদেশ।
    • শাহ্ সুলতান মাহমুদ শাহ (রহ)’র বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১৩ পৌষ তার বার্ষিক ওরশ শরীফ পালিত হয়।
      • শাহ্ সুলতান মাহমুদ শাহ (রহ) এর মাজার।
      • কে এম হাট, সুলতানপুর, ফেনী, বাংলাদেশ।

 

  • ২৯ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/১৪ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ/৫ জমা সানি ১৪৪৪ হিজরী/বৃহস্পতিবার
    • সপ্তমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • শ্রীশ্রীলক্ষ্মীপূজা (নক্ষত্রাদিদোষ)।
    • রাত্রি ১/৪৪ গতে অক্ষয়া স্নানদানাদি।
    • খাজা শাহ সুফি আহসান উল্লাহ চিশতী নিজামী কাঃ সেঃ এর পবিত্র বার্ষিক ওরশ।
      • দুই দিনব্যাপী ওরশ।
      • ইসলামপুর চিশতীয়া নিজামীয়া পাক দরবার শরীফ। 
      • ইসলামপুর, হোমনা, কুমিল্লা, বাংলাদেশ।
    • শেখ ভানু শাহের মাজারে বার্ষিক ওরশ।
      • মরমী সাধক শেখ ভানু সিলেটের লোক কবি ও মরমী সাধকদের মধ্যে অন্যতম।
      • ‘নিশিথে যাইও ফুল বনে’ জনপ্রিয় গানটির গীতিকার শেখ ভানুশাহ।
      • প্রতিবছর ১৪ পৌষ বার্ষিক ওরশ পালিত হয়।
      • শেখ ভানু শাহের মাজার।
      • ভাদিকারা, লাখাই, হবিগঞ্জ, সিলেট, বাংলাদেশ।

 

  • ৩০ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/১৫ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ/৬ জমা সানি ১৪৪৪ হিজরী/শুক্রবার
    • অষ্টমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • শাহ্ মোহাইমেন চিশতী (রহ) বার্ষিক ওরশ।
      • জিন্দা পীর শাহ্ জকি হোসাইনী (রহ) এঁর অধঃস্তন বংশধর ১৩৪ বছর আগে রামগঞ্জের সামপুর থেকে পদুয়া শরীফে আগমন করেন। এই দরবারের বোযর্গগণ হোসাইনী বংশোদ্ভূত।
      • বর্তমানে বাবা শাহ্ জকি (রহ) এঁর ষষ্ঠ অধঃস্তন বংশধর মাসুক চিশতী (রহ) দরবার শরীফের গদীশরীফ অলংকৃত করছেন। তাঁর পূর্বে দায়িত্ববান ছিলেন মারূফ চিশতী (রহ)।
      • চলতি বছর উক্ত দরবারে ১২৫ তম ওরশ শরীফ পালিত হয়েছে।
      • প্রতিবছর ৩০ অগ্রহায়ণ থেকে ২ পৌষ পর্যন্ত উক্ত দরবারে ওরশ পালিত হয়। 
      • শাহ্ মোহাইমেন চিশতী (রহ) প্রতিষ্ঠিত পদুয়া দরবার শরীফ।
      • পদুয়া, করমবক্স বাজার, কবির হাট, নোয়াখালী, বাংলাদেশ।
    • ফরিদ আহাম্মদ শাহ সাহেবের নির্দেশিত বিশ্বের সকল অলিগণের ৩২তম ওরশ।
      • প্রতিবছর ১৫ পৌষ ওরশ পালিত হয়।
      • দেশের স্বনামধন্য শিল্পীরা কাওয়ালী পরিবেশন করেন।
      • রহমানিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠ।
      • ফটিকছড়ি, চট্টগ্রাম, বাংলাদেশ।
    • মোজাফ্ফর ফকিরের খেলাফত দিবসে সাধুসঙ্গ।
      • ফকির লালন সাঁইজির মতাদর্শে পালিত সাধুসঙ্গ।
      • প্রতিবছর ১৫ পৌষ দিন ডাকার মধ্য দিয়ে ২৪ ঘণ্টার সাধুসঙ্গ শুরু হয়।
      • ফকির চাঁদ ফকিরের আখড়াবাড়ি।
      • বিত্তিপাড়া, কুষ্টিয়া, বাংলাদেশ।

 

  • ৩১ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/১৬ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ/৭ জমা সানি ১৪৪৪ হিজরী/শনিবার
    • নবমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • নিউইয়ার্স ইভ।
    • আবদুল হক প্রকাশ হকু দরবেশের বার্ষিক ওরশ।
      • আবদুল হক প্রকাশ হকু দরবেশ ছিলেন বাবা আলকিনূরী (রহ) এঁর একান্ত আশেক ও ভক্ত।
      • প্রতিবছর ১৬ পৌষ তাঁর বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়।
      • তাঁর মাজার সংলগ্ন দায়েরা শরীফে প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক মাহফিল অনুষ্ঠিত হয়।
      • আবদুল হক প্রকাশ হকু দরবেশের মাজার।
      • হাতিয়ার আফাজিয়া বাজারের পাশে, হাতিয়া, বাংলাদেশ।
    • ফকির আবু তাহেরের খেলাফত দিবেসের সাধুসঙ্গ।
      • লালন শাহ্ ঘরের সাধুসঙ্গ।
      • প্রতিবছর ৩১ ডিসেম্বর ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়।
      • সিরাজগঞ্জ, বাংলাদেশ।
    • মোহাম্মদ শাহ্’র ওফাত দিবসে বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১৬ পৌষ দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত হয়।
      • মোহাম্মদ শাহ্’র মাজার।
      • কেউপুর, মোশান, মিরপুর, কুষ্টিয়া, বাংলাদেশ।
    • হযরত ফৈজুদ্দিন শাহ চিশতী (র) মাজারে বার্ষিক ওরশ।
      • ৮ নভেম্বর ২০০৮ সালে এই মজ্জুব অলি ওফাত প্রাপ্ত হন।
      • প্রতিবছর ৩১ ডিসেম্বর দরবারে বিশাল ওরশ অনুষ্ঠিত হয়।
      • এছাড়াও প্রতিবছর ওফাত দিবস ৮ নভেম্বর বার্ষিক ওরশ পালিত হয়।
      • এছাড়াও হযরত ফৈজুদ্দিন শাহ চিশতী (র) এর মাজার।
      • মানিকনগর, কলাতিয়া, কেরাণীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।

 

এছাড়া প্রতিমাসে নিয়মিত আয়োজিত হয় যে সকল অনুষ্ঠান

(বিশেষ কারণে মাঝেমধ্যে দিন পরিবর্তন হলেও বেশিভাগ সময়ই নির্দিষ্ট সময় অনুষ্ঠিত হয়)

  • কোরবান শাহ্ ফকিরের আখড়ায় মাসিক সাধুসঙ্গ।
    • প্রতি বাংলা মাসের প্রথম বৃহস্পতিবার রাতে লালন সাঁইজির গানের আয়োজন হয়।
    • কোরবান শাহ্ ফকিরের আখড়াবাড়ি।
    • বাগলপাড়া, দুর্গাপুর, রাজশাহী, বাংলাদেশ।
  • সিদ্ধিরগঞ্জ লালন একাডেমীর সপ্তাহিক সাধুসঙ্গ।
    • প্রতি সপ্তাহের বৃহস্পতিবার রাতে লালন সাঁইজির গানের আয়োজন হয়।
    • সিদ্ধিরগঞ্জ লালন একাডেমী।
    • সাইলোগেট, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
  • বিশ্ব লালন সংঘের নিয়মিত সাপ্তাহিক সাধুসঙ্গ।
    • প্রতি সপ্তাহের শনিবার সন্ধ্যায় লালন সাঁইজির গানের আয়োজন হয়।
    • লালন ভক্ত, অনুরাগী ও অনুসারীদের আমন্ত্রণ।
    • সাংস্কৃতিক সংগঠন ঐকতানের কার্যালয়।
    • হসপিটাল রোড, কোনাবাড়ি, গাজীপুর সিটি, বাংলাদেশ।
  • সাধুরবাজারের মাসিক সাধুসঙ্গ।
    • প্রতি ইংরেজি মাসের দুই তারিখে রাতব্যাপী লালন সাঁইজির গানের আয়োজন হয়।
    • সাধুর বাজার।
    • লোহাগাছিয়া, গাজীপুর, বাংলাদেশ।
  • পবিত্র মাসিক ফাতেহা শরীফ।
    • প্রতি মাসের প্রথম শুক্রবার পবিত্র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়।
    • কার্যক্রম- সকাল ৮.৩০-১২টা পর্যন্ত পবিত্র দরূদ শরীফ শুরু হয় অতপর ফাতেহা ও মিলাদ শরীফ অনুষ্ঠিত হয়। বাদ জুম্মা নেওয়াজ শরীফ বিতরণ করা হয়।
    • মুরিদান আশেকান ভক্ত সবাইকে আমন্ত্রণ।
    • বাবা সিরাজ শাহ্’র আস্তানা।
    • পুরানবন্দর, বন্দর, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।

 

[বি.দ্র. পঞ্জিকায় উৎসব-অনুষ্ঠান, পালা-পার্বণের দিন-তারিখ নির্দিষ্ট করা মোটেও সহজ কাজ নয়। কারণ আমাদের দেশে একই সাথে চার ধরণের পঞ্জিকার দিন-তারিখ মেনে উৎসব-অনুষ্ঠান আয়োজিত হয়। খ্রিস্ট্রীয় ও আরবী পঞ্জিকার পাশাপাশি চলে আসছে দুটি বাংলা পঞ্জিকা। এর ‘বাংলা পঞ্জিকা’টি চলে তিথি অনুসারে। আর‘বাংলাদেশী পঞ্জিকা’টি চলে দিন গুনে তারিখ হিসেবে। পর ফলে কোনো একটি দিবস নির্ণয় করতে গেলে চারটি তারিখ সামনে চলে আসছে-

১. বাংলা তিথি অনুযায়ী একটি তারিখ।
২. বাংলা তারিখ (বাংলাদেশী পঞ্জিকা মতে) একটি তারিখ।
৩. খ্রিস্টিয় পঞ্জিকা মতে একটি তারিখ।
৪. আরবী পঞ্জিকা মতে একটি তারিখ।

সেই দিবসকে কেন্দ্র যে উৎসবাদি আয়োজন হয় তা কোন পঞ্জিকা মেনে হয় তা নির্দিষ্ট করা সহজ হয় না। যদিও এতে খ্রিস্ট্রীয় ও আরবী পঞ্জিকা মতে যে দিবসগুলো পালিত হয় তা অনেকটা নির্দিষ্ট। কিন্তু বাংলা দিবসকে মেনে যা করা হয় তা নিয়ে অধিক বিভ্রান্তির সৃষ্টি হয়। কারণ একই দিবসকে এক এক জন এক এক পঞ্জিকা মতে অনুসরণ করে।

সে কারণে নির্ভুল পঞ্জিকা বির্নিমাণ করা সহজ নয়। তাই এরূপ কোনো ত্রুটি-বিচূতি যদি দৃষ্টিগোচর হয়। তাহলে আবশ্যই অবগত করার বিনীত অনুরোধ রইলো। যাতে তা সংশোধন করার সুযোগ তৈরি হয়। সাধুগুরুপাগলভক্ত সর্বচরণে ভক্তিপূর্ণ এই নিবেদন –ভবঘুরেকথা.কম।]

…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com

……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….

<<জানুয়ারি’২২ দিনপঞ্জি (পৌষ-মাঘ)

…………………..
আরও পড়ুন-
জানুয়ারি’২২ দিনপঞ্জি (পৌষ-মাঘ)
ফেব্রুয়ারি’২২ দিনপঞ্জি (মাঘ-ফাল্গুন)
মার্চ’২২ দিনপঞ্জি (ফাল্গুন-চৈত্র)
এপ্রিল’২২ দিনপঞ্জি (চৈত্র-বৈশাখ)
মে’২২ দিনপঞ্জি (বৈশাখ-জ্যৈষ্ঠ)
জুন’২২ দিনপঞ্জি (জ্যৈষ্ঠ-আষাঢ়)
জুলাই’২২ দিনপঞ্জি (আষাঢ়-শ্রাবণ)
আগস্ট’২২ দিনপঞ্জি (শ্রাবণ-ভাদ্র)
সেপ্টেম্বর’২২ দিনপঞ্জি (ভাদ্র-আশ্বিন)
অক্টোবর’২২ দিনপঞ্জি (আশ্বিন-কার্তিক)
নভেম্বর’২২ দিনপঞ্জি (কার্তিক-অগ্রহায়ণ)
ডিসেম্বর’২২ দিনপঞ্জি (অগ্রহায়ণ-পৌষ)

…………………….
পঞ্জিকার তথ্যসূত্র:
লোকনাথ ফুল পঞ্জিকা ১৪২৮ ও ১৪২৯ বঙ্গাব্দ।
সুদর্শন ফুল পঞ্জিকা ১৪২৮ ও ১৪২৯ বঙ্গাব্দ।
বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা ১৪২৮ ও ১৪২৯ বঙ্গাব্দ।
বিশুদ্ধ সনাতন ফুল পঞ্জিকা ১৪২৮ ও ১৪২৯ বঙ্গাব্দ।
উইকিপিডিয়া।
বাংলাপিডিয়া।
সাধুগুরুপাগলভক্তদের কাছ থেকে প্রাপ্ত তথ্য।
দরবার-আখড়া-আশ্রম থেকে প্রাপ্ত তথ্য।
ভাববাদ-আধ্যাত্মবাদের বিভিন্ন গ্রুপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!