ভবঘুরেকথা
বিজয় সরকার

ও সেই বকুল তলার ঘাটেরে
আমি কেনবা আইলাম মধুমতির কূলে।।

কেন বা আইলাম কেনবা হারে নাইলাম
কেন বা চাইলাম রে মুখ তুলে-
তার ময়ূর পংখি নৌকা খানি দেখে
আমার মন প্রাণ গেছে ভুলে।।

হালচে মাঝি লালচে বাদাম দিয়ে
চিকন মাঞ্জারে তার দুলে-
আরো খোলা হাওয়ায় দোলা দিযে গেলো
তার মাথার বাবরি চুলে।।

দেখতে দেখতে ভাটির নদীর বুকে
জোয়ার উঠলো রে ফুলে-
আমার এলো খোঁপা এলায়ে পড়িলো
মাথার ঘোমটা গেলো খুলে।।

নদী চলে সাগরের সন্ধানে
ভোমর চলে রে ফুলে-
পাগল বিজয় বলে, সবার অভিসার
কেবল তার বিরহ মূলে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!