ভবঘুরেকথা

(তাল – গড়খেমটা)
ভক্তি রতন না থাকিলে, কৃষ্ণ ধন কি মিলে।
ভক্তির বাধ্য ভবারাধ্য, নন্দের রাধা রয় গোকুলে।।
(হায়) ভক্তির গুণে ব্রজঙ্গনা, কৃষ্ণ পতি পেলে;
ভক্তির গুনে রাইচরণে স্বহস্তে দস্তখত দিলে।।
ভক্তির গুনে প্রহলাদ ভক্ত, কৃষ্ণ ধনকে পেলে;
ভক্তির জোরে, দীন দয়াময়, বিদুরের ক্ষুদ খেয়েছিলেন।।
ভক্তির গুনে যুদ পতি, পাণ্ডব সখা হলে;
ভক্তির গুণে, দীন দয়াময়, বিদুরের ক্ষুদ খেয়েছিলেন।।
ভক্তির গুণে গুহক চণ্ডাল, রাম’মিতে হলে;
ভক্তির গুনে হনুমান’ত, রামরূপ দেখে হৃদকমলে।।
ভক্তির গুণে গোলোকচন্দ্র, হরিচাঁদকে পেলে;
ভক্তি শুন্য দীন দৈন্য অশ্বিনী, তুই রইলি ভুলে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!